Dhaka ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে চোরাই অটোরিক্সার গ্যারেজ \ আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০২৩ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়ায় চোরাই অটোরিক্সার গ্যারেজের সন্ধান মিলেছে। এ ঘটনায় পুলিশ বেলায়েত ফকির নামে একজনকে আটক করেছে। সে একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে বেড়েছে রিক্সা-অটোরিকসা চুরির ঘটনা। এতে করে দরিদ্র চালকদের মাঝে বেড়েছে উৎকন্ঠা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতদিয়া এলাকায় অটোরিকসা চুরি করতে গেলে বিলায়েত ফকির নামে একজনকে আটক করে স্থানীয় জনতা। শুক্রবার সকালে দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়ায় তার বাড়িতে তল্লাশি করে অটো রিকশার বিভিন্ন মালামাল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল ঘটনাস্থলে গিয়ে অটো, ভ্যান, রিকশার বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পান। জানা গেছে, বেলায়েত ফকির ও তার জামাতা আলম ফকির, তাদের সহযোগি তারা ফকিরসহ সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে অটো, ভ্যান, রিকশা চুরি করে এনে তাদের বাড়িতে খুলে খুলে বিক্রি করে। আশপাশের লোকজনকে তারা কখনো তাদের বাড়িতে প্রবেশ করতে দেয়না। বাড়ির চারপাশে টিন দিয়ে ঘিরে রেখেছে। দীর্ঘদিন যাবত তারা এ ধরনের কাজ করে চলেছে।

দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা ছিদ্দিক সরদার বলেন, আমার বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি হয়েছে। সেই গাড়িটি এই বিলায়েত সহ তার জামাই চুরি করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

 শহিদুল ইসলাম নামের আরেক রিকশা চালক বলেন, এ মাসের ৬ তারিখে আমার একমাত্র উপার্জনের রিকশাটি হারিয়ে যায়। সেই রিকশার মালামাল আজ এই বেলায়েতের বাড়িতে দেখতে পাই। আমি আমার রিকশাটি ফেরত চাই। সেইসাথে এই চোরদের উপযুক্ত বিচার চাই।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রিকসা-ভ্যান চুরির ঘটনায় বেলায়েত নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে চোরাই অটোরিক্সার গ্যারেজ \ আটক ১

প্রকাশের সময় : ০৪:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়ায় চোরাই অটোরিক্সার গ্যারেজের সন্ধান মিলেছে। এ ঘটনায় পুলিশ বেলায়েত ফকির নামে একজনকে আটক করেছে। সে একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে বেড়েছে রিক্সা-অটোরিকসা চুরির ঘটনা। এতে করে দরিদ্র চালকদের মাঝে বেড়েছে উৎকন্ঠা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতদিয়া এলাকায় অটোরিকসা চুরি করতে গেলে বিলায়েত ফকির নামে একজনকে আটক করে স্থানীয় জনতা। শুক্রবার সকালে দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়ায় তার বাড়িতে তল্লাশি করে অটো রিকশার বিভিন্ন মালামাল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল ঘটনাস্থলে গিয়ে অটো, ভ্যান, রিকশার বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পান। জানা গেছে, বেলায়েত ফকির ও তার জামাতা আলম ফকির, তাদের সহযোগি তারা ফকিরসহ সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে অটো, ভ্যান, রিকশা চুরি করে এনে তাদের বাড়িতে খুলে খুলে বিক্রি করে। আশপাশের লোকজনকে তারা কখনো তাদের বাড়িতে প্রবেশ করতে দেয়না। বাড়ির চারপাশে টিন দিয়ে ঘিরে রেখেছে। দীর্ঘদিন যাবত তারা এ ধরনের কাজ করে চলেছে।

দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা ছিদ্দিক সরদার বলেন, আমার বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি হয়েছে। সেই গাড়িটি এই বিলায়েত সহ তার জামাই চুরি করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

 শহিদুল ইসলাম নামের আরেক রিকশা চালক বলেন, এ মাসের ৬ তারিখে আমার একমাত্র উপার্জনের রিকশাটি হারিয়ে যায়। সেই রিকশার মালামাল আজ এই বেলায়েতের বাড়িতে দেখতে পাই। আমি আমার রিকশাটি ফেরত চাই। সেইসাথে এই চোরদের উপযুক্ত বিচার চাই।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রিকসা-ভ্যান চুরির ঘটনায় বেলায়েত নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।