পাংশায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলনিহারী গ্রামে চামেলী বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে স্বামী রতন খাকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের হারেজ আলী খার ছেলে। নিহত চামেলী একই ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের মো. আব্দুল মালেক মন্ডলের মেয়ে। পারিবারিক কলহের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহেতের পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে বিয়ে হয় চামেলী ও রতনের। তাদের সংসারে রতœা নামে চার বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার গভীর রাতে মুরগীর খোপ কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে রতন তার স্ত্রীকে শ^াসরোধে হত্যা করে। পরে স্ত্রীর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালায়। খবর পেয়ে রোববার সকালে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ অভিযুক্ত রতন খাকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেছে। হত্যার ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক মন্ডল বাদী হয়ে মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।