Dhaka ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছবির মাধ্যমে গল্প ফুটিয়ে তোলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / ১০৬৪ জন সংবাদটি পড়েছেন

 

রাজবাড়ী শহরের রাস্তার পাশে দেয়ালগুলোতে শোভা পাচ্ছে রঙ তুলিতে আঁকা দৃষ্টি নন্দন চিত্র শৈলী। গত কয়েকদিন ধরে এসব ছবি আঁকছেন বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ছবির মাধ্যমে গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তারা।

রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সরকারি আদর্শ মহিলা কলেজ, টাউন মক্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পান্না চত্ত¡র, শহীদ খুশী রেলওয়ে ময়দানের সামনে দেওয়ালে আঁকা হয়েছে সৃষ্টিশীল নানান চিত্রশৈলী। এসব চিত্রের মধ্যে রয়েছে শহীদ মিনার, ভাষা আন্দোলন, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, মুক্ত পাখি, মুক্ত স্বাধীনতা ইত্যাদি।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে ময়দানের পাশে রাস্তার ধারে দেয়ালে ছবি আঁকছিলেন তিন শিক্ষার্থী। এসময় কথা হয় তাদের সাথে। শিল্পী রাফিদুল ইসলাম জানান, তারা মনের আনন্দে ছবি আঁকেন। ছবি এঁকে তারা তৃপ্তি পান। দেশপ্রেম জাগ্রত হয়। ভেদাভেদ ভুলে সবাই মিলে একটা নতুন দেশ গড়ে তুলতে চাই। সেটাই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।

রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা হাবিবা আলম ঢাকা বিশ^বিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানালেন, আমরা ছবির মাধ্যমে আমাদের জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ছবি আঁকায় পরিবারের পাশাপাশি সহপাঠিরাও উৎসাহিত করছে। ছবি আঁকাতে আমরা কোনো ক্লান্তি বোধ করছি না।

ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী শাহ মা সায়রা সৃজা রাজবাড়ী শহরের লক্ষীকোল গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্য তুলে ধরে তারা দেয়ালে ছবি আঁকছেন। আমরা নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এসবই ্আমরা ছবিতে তুলে আনার চেষ্টা করছি।

স্থানীয়রা বলছেন, দেয়ালে দেয়ালে ছবি আঁকায় শহরের শোভাবর্ধন হচ্ছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছবির মাধ্যমে গল্প ফুটিয়ে তোলা

প্রকাশের সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

 

রাজবাড়ী শহরের রাস্তার পাশে দেয়ালগুলোতে শোভা পাচ্ছে রঙ তুলিতে আঁকা দৃষ্টি নন্দন চিত্র শৈলী। গত কয়েকদিন ধরে এসব ছবি আঁকছেন বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ছবির মাধ্যমে গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তারা।

রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সরকারি আদর্শ মহিলা কলেজ, টাউন মক্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পান্না চত্ত¡র, শহীদ খুশী রেলওয়ে ময়দানের সামনে দেওয়ালে আঁকা হয়েছে সৃষ্টিশীল নানান চিত্রশৈলী। এসব চিত্রের মধ্যে রয়েছে শহীদ মিনার, ভাষা আন্দোলন, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, মুক্ত পাখি, মুক্ত স্বাধীনতা ইত্যাদি।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী রেলওয়ে ময়দানের পাশে রাস্তার ধারে দেয়ালে ছবি আঁকছিলেন তিন শিক্ষার্থী। এসময় কথা হয় তাদের সাথে। শিল্পী রাফিদুল ইসলাম জানান, তারা মনের আনন্দে ছবি আঁকেন। ছবি এঁকে তারা তৃপ্তি পান। দেশপ্রেম জাগ্রত হয়। ভেদাভেদ ভুলে সবাই মিলে একটা নতুন দেশ গড়ে তুলতে চাই। সেটাই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।

রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা হাবিবা আলম ঢাকা বিশ^বিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানালেন, আমরা ছবির মাধ্যমে আমাদের জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ছবি আঁকায় পরিবারের পাশাপাশি সহপাঠিরাও উৎসাহিত করছে। ছবি আঁকাতে আমরা কোনো ক্লান্তি বোধ করছি না।

ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী শাহ মা সায়রা সৃজা রাজবাড়ী শহরের লক্ষীকোল গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্য তুলে ধরে তারা দেয়ালে ছবি আঁকছেন। আমরা নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এসবই ্আমরা ছবিতে তুলে আনার চেষ্টা করছি।

স্থানীয়রা বলছেন, দেয়ালে দেয়ালে ছবি আঁকায় শহরের শোভাবর্ধন হচ্ছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।