দুস্থদের কম্বল বিতরণকালে কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী
আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন অসহায় মানুষের পাশে থাকবো
- প্রকাশের সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১১০৫ জন সংবাদটি পড়েছেন
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেছেন, যেখানে অন্যায়, অবিচার হবে সেখানে আমি প্রতিবাদ করবই। কোনো বাধা বিপত্তি সৃষ্টি করে আমার সমাজসেবামূলক কাজকে ব্যাহত করা যাবেনা। আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন অসহায় মানুষের পাশে থাকবো। তার ব্যক্তিগত অর্থায়নে দুস্থ ও শীতার্তদের মাঝে তিনশ কম্বল বিতরণকালে তিনি একথা বলেন। শনিবার সকালে রাজবাড়ীর স্থানীয় দৈনিক জনতার আদালত কার্যালয় থেকে তিনি এসব কম্বল বিতরণ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। সেই কৃষকদের ভালো রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করেছেন। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছিলাম। আমার স্বপ্ন ছিল শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কৃষকদের সমৃদ্ধ করার। কিন্তু যেভাবেই হোক আমি নির্বাচনে হেরে গেছি। রাজনীতি মানে হচ্ছে সেবা। এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতি করি। হারজিত রাজনীতিতে থাকবেই। হেরে গেছি বলেই দূরে সরে যাব- এ চিন্তা নিয়ে রাজনীতি করিনা। যেখানে অন্যায়, অবিচার হবে সেখানে আমি প্রতিবাদ করবই। কোনো বাধা বিপত্তি সৃষ্টি করে আমার সমাজসেবামূলক কাজকে ব্যাহত করা যাবেনা। আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন অসহায় মানুষের পাশে থাকবো।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহŸায়ক আবু বক্কার, যুগ্ম আহŸায়ক আবুল হোসেন, আব্দুর রহিম মোল্লা, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার, আলাউদ্দিন হোসেন, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা প্রমুখ।
এর আগে গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।