Dhaka ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান

সাংবাদিকদের সাথে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ১১৫২ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রাজবাড়ী শহরের দৈনিক জনতার আদালত কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি তার আসনের ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহŸান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সত্তে¡ও তিনি নির্বাচনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন, রাজবাড়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ আমার জন্য মোটেই সহজ ছিলনা। মনোনয়ন জমা দেওয়ার পর একটি মহলের ইঙ্গিতে তা বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশনে আপীল করে ফেরত পেয়েছিলাম কাক্সিক্ষত মনোনয়ন। এর মধ্যে মূল্যবান ১০টি দিন আমার ক্ষতি হয়েছে। ওই সময়টাতে সকলের সাথে কুশল বিনিময়ের এক অসাধারণ সময় ছিল।

প্রচারণা শুরু হওয়ার পর আমাকে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে দেয়া হয়নি। আমার কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে, হামলা হয়েছে। ভোট চাইতে গেলে লাঞ্ছিত করা হয়েছে। প্রচার মাইক ভেঙে ফেলা হয়েছে। পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। ফেস্টুন ভেঙে পানিতে ফেলেছে দুর্বৃত্তরা। আমার এবং আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে। আমাকেও নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। শত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা ্আর সাহস নিয়ে আমি নির্বাচনের মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় আমি কোনো হুমকি ধমকিকে ভয় পাইনা। যেখানে গিয়েছি মানুষের বুক ভরা ভালোবাসা পেয়েছি। মহান আল্লাহ পাক আমাকে জনসেবার সুযোগ দিলে আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন করার ইচ্ছানুযায়ী এবং রাজবাড়ী-২ আসনের প্রকৃত নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের কথা বিবেচনা করে জনতার প্রার্থী ঈগল প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।

পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা এলাকার অবস্থা আপনাদের অজানা নয়। আজ সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ভিন্নমত প্রকাশ করলেই তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। একটি দুর্বৃত্ত শ্রেণির মানুষের কাছে পাংমা-বালিয়াকান্দি-কালুখালীর মানুষ জিম্মি হয়ে আছে। এভাবে আর চলতে পারেনা। সুতারং ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি বিজয়ী হলে এ অঞ্চলের সকল প্রকার সন্ত্রাস চিরতরে নির্বাসনে পাঠানো হবে। আমার নির্বাচনী এলাকার সকল ধর্ম বর্ণের মানুষ নির্ভয়ে শান্তিতে বসবাস করবে- এটাই আমার অঙ্গীকার। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হবে রাজবাড়-২ আসনের আমার নির্বাচনী এলাকা।

আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। তথাপিও রাজবাড়ী-২ আসন এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার কাক্সিক্ষত উন্নতি হয়নি। আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিলে এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে ত্বরিৎ গতিতে উন্নয়ন ঘটাবো, ইনশাল্লাহ।

রাজবাড়ী-২ আসনের তিন উপজেলার ২৪টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সবার সাথে কুশল বিনিময়ের একান্ত ইচ্ছা থাকা সত্বেও সময়ের অভাবে এবং নির্বাচনী নানা বাধা-বিপত্তি প্রতিবন্ধকতার কারণে সবার দ্বারে দ্বারে যেতে পারিনি। আমার এ অনিচ্ছাকৃত ত্রæটির জন্য আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি।

আমি আপনাদে হক একজন অতি সাধারণ মানুষ। আমি কৃষক শ্রমিক মেহনতি তথা আপামর মানুষের সেবক হতে চাই। নির্বাচনে নেমে আপনাদের যে উৎসাহ দেখছি এটাই আমার নির্বাচনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের অকুণ্ঠ ভালোবাসাই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সাহস এবং শক্তির উৎস। আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই। শুধু সুখে দুখে আপনাদের সাথে কাটাতে চাই। আমি আপনাদের পাশে সবসময় ছিলাম আছি এবং যে কোনো পরিস্থিতিতে পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সুষ্ঠু নির্বাচন এবং সুন্দর নির্বাচন করার জন্য তারা বদ্ধ পরিকর।

আগামী ৭ জানুয়ারি ২০২৪ রোববার সব শ্রেণি পেশার মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে আপনার ভোট ঈগল প্রতীকে দিয়ে রাজবাড়ী-২ আসন এলাকার সকল প্রকার সন্ত্রাস, নৈরাজ্য এবং দুর্বৃত্তায়নের জবাব দিন। ঈগল প্রতীক পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলার নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির প্রতীক। আবারও আপনাদের সবার কাছে আমার ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করছি।

সবাই ভালো থাকবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান

সাংবাদিকদের সাথে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হকের মতবিনিময়

প্রকাশের সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

 রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রাজবাড়ী শহরের দৈনিক জনতার আদালত কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি তার আসনের ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহŸান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সত্তে¡ও তিনি নির্বাচনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন, রাজবাড়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ আমার জন্য মোটেই সহজ ছিলনা। মনোনয়ন জমা দেওয়ার পর একটি মহলের ইঙ্গিতে তা বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশনে আপীল করে ফেরত পেয়েছিলাম কাক্সিক্ষত মনোনয়ন। এর মধ্যে মূল্যবান ১০টি দিন আমার ক্ষতি হয়েছে। ওই সময়টাতে সকলের সাথে কুশল বিনিময়ের এক অসাধারণ সময় ছিল।

প্রচারণা শুরু হওয়ার পর আমাকে এক মুহূর্তও স্বস্তিতে থাকতে দেয়া হয়নি। আমার কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে, হামলা হয়েছে। ভোট চাইতে গেলে লাঞ্ছিত করা হয়েছে। প্রচার মাইক ভেঙে ফেলা হয়েছে। পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। ফেস্টুন ভেঙে পানিতে ফেলেছে দুর্বৃত্তরা। আমার এবং আমার কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে। আমাকেও নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। শত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা ্আর সাহস নিয়ে আমি নির্বাচনের মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় আমি কোনো হুমকি ধমকিকে ভয় পাইনা। যেখানে গিয়েছি মানুষের বুক ভরা ভালোবাসা পেয়েছি। মহান আল্লাহ পাক আমাকে জনসেবার সুযোগ দিলে আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন করার ইচ্ছানুযায়ী এবং রাজবাড়ী-২ আসনের প্রকৃত নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের কথা বিবেচনা করে জনতার প্রার্থী ঈগল প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।

পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা এলাকার অবস্থা আপনাদের অজানা নয়। আজ সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ভিন্নমত প্রকাশ করলেই তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। একটি দুর্বৃত্ত শ্রেণির মানুষের কাছে পাংমা-বালিয়াকান্দি-কালুখালীর মানুষ জিম্মি হয়ে আছে। এভাবে আর চলতে পারেনা। সুতারং ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি বিজয়ী হলে এ অঞ্চলের সকল প্রকার সন্ত্রাস চিরতরে নির্বাসনে পাঠানো হবে। আমার নির্বাচনী এলাকার সকল ধর্ম বর্ণের মানুষ নির্ভয়ে শান্তিতে বসবাস করবে- এটাই আমার অঙ্গীকার। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হবে রাজবাড়-২ আসনের আমার নির্বাচনী এলাকা।

আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। তথাপিও রাজবাড়ী-২ আসন এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার কাক্সিক্ষত উন্নতি হয়নি। আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দিলে এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে ত্বরিৎ গতিতে উন্নয়ন ঘটাবো, ইনশাল্লাহ।

রাজবাড়ী-২ আসনের তিন উপজেলার ২৪টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সবার সাথে কুশল বিনিময়ের একান্ত ইচ্ছা থাকা সত্বেও সময়ের অভাবে এবং নির্বাচনী নানা বাধা-বিপত্তি প্রতিবন্ধকতার কারণে সবার দ্বারে দ্বারে যেতে পারিনি। আমার এ অনিচ্ছাকৃত ত্রæটির জন্য আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি।

আমি আপনাদে হক একজন অতি সাধারণ মানুষ। আমি কৃষক শ্রমিক মেহনতি তথা আপামর মানুষের সেবক হতে চাই। নির্বাচনে নেমে আপনাদের যে উৎসাহ দেখছি এটাই আমার নির্বাচনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের অকুণ্ঠ ভালোবাসাই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সাহস এবং শক্তির উৎস। আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই। শুধু সুখে দুখে আপনাদের সাথে কাটাতে চাই। আমি আপনাদের পাশে সবসময় ছিলাম আছি এবং যে কোনো পরিস্থিতিতে পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সুষ্ঠু নির্বাচন এবং সুন্দর নির্বাচন করার জন্য তারা বদ্ধ পরিকর।

আগামী ৭ জানুয়ারি ২০২৪ রোববার সব শ্রেণি পেশার মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে আপনার ভোট ঈগল প্রতীকে দিয়ে রাজবাড়ী-২ আসন এলাকার সকল প্রকার সন্ত্রাস, নৈরাজ্য এবং দুর্বৃত্তায়নের জবাব দিন। ঈগল প্রতীক পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলার নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির প্রতীক। আবারও আপনাদের সবার কাছে আমার ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করছি।

সবাই ভালো থাকবেন।