Dhaka ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ঈগলের প্রচারে বাধা , আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ১১২৫ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণায় বাধা ও কর্মীকে মারধরের ঘটনায় রোমান নামে এক যুবককে আটক করেছে পাংশা থানার পুলিশ। বুধবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। রোমান একই ইউনিয়নের মাজাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রবের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রাজবাড়ী-২ আসন এলাকার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে অটোযোগে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় রোমানসহ কয়েকজন প্রচার কাজে বাধা দেয় মারধর করে এবং পোস্টার কেড়ে নেয়। এর আগে একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের প্রচার কাজে নিয়োজিত ভ্যানচালক আক্কাছকে মারধর ও পোস্টার কেড়ে নিয়েছিল দুর্বৃত্তরা।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধাদানের অভিযোগে রোমান নামে একজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ঈগলের প্রচারে বাধা , আটক ১

প্রকাশের সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণায় বাধা ও কর্মীকে মারধরের ঘটনায় রোমান নামে এক যুবককে আটক করেছে পাংশা থানার পুলিশ। বুধবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। রোমান একই ইউনিয়নের মাজাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রবের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রাজবাড়ী-২ আসন এলাকার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে অটোযোগে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় রোমানসহ কয়েকজন প্রচার কাজে বাধা দেয় মারধর করে এবং পোস্টার কেড়ে নেয়। এর আগে একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের প্রচার কাজে নিয়োজিত ভ্যানচালক আক্কাছকে মারধর ও পোস্টার কেড়ে নিয়েছিল দুর্বৃত্তরা।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধাদানের অভিযোগে রোমান নামে একজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।