Dhaka ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ১১২০ জন সংবাদটি পড়েছেন

 

 রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার রাতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাসিন্দা আজাদুর মন্ডল ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন। এদের মধ্যে আজাদুর মন্ডল পিকআপ থেকে লাফিয়ে পড়া গরুর চাপে এবং বিল্লাল হোসেন গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আজাদুর মন্ডল পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। সেখান দিয়ে গরুবাহী একটি পিকআপ যাওয়ার সময় একটি গরু লাফিয়ে আজাদুর মন্ডলের গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাংশার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে ১০টার দিকে ১০/১২ জনের একটি দল নসিমনে করে কুষ্টিয়া যাওয়ার পথে হেনা মোড়ে পৌছালে একটি অজ্ঞাত যান নসিমনটিকে ধাক্কা দেয়। এতে বিল্লাল নসিমন থেকে ছিটকে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ পিকআপ ও নসিমন আটক করেছে। এব্যাপারে পাংশা মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

 

 রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার রাতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাসিন্দা আজাদুর মন্ডল ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন। এদের মধ্যে আজাদুর মন্ডল পিকআপ থেকে লাফিয়ে পড়া গরুর চাপে এবং বিল্লাল হোসেন গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আজাদুর মন্ডল পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। সেখান দিয়ে গরুবাহী একটি পিকআপ যাওয়ার সময় একটি গরু লাফিয়ে আজাদুর মন্ডলের গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাংশার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে ১০টার দিকে ১০/১২ জনের একটি দল নসিমনে করে কুষ্টিয়া যাওয়ার পথে হেনা মোড়ে পৌছালে একটি অজ্ঞাত যান নসিমনটিকে ধাক্কা দেয়। এতে বিল্লাল নসিমন থেকে ছিটকে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ পিকআপ ও নসিমন আটক করেছে। এব্যাপারে পাংশা মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।