Dhaka ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় ছাত্র রিপন হত্যায় একজনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ১১৪০ জন সংবাদটি পড়েছেন

 

 রাজবাড়ীতে বিশ^বিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যার দায়ে জামাল পত্তনদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। মামলার অপর ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। মৃত সাইফুল ইসলাম রিপন মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোহন মন্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ^বিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের ছাত্র ছিলেন। দন্ডপ্রাপ্ত জামাল পত্তনদার একই ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রিপন ঢাকা থেকে নিজ দৌলতদিয়া আসেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী বলেন, রিপন হত্যাকান্ডের মামলায় ১১ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদন্ড এবং বাকীদের খালাস দিয়েছেন আদালতের বিচারক। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। তবে, যেহেতু ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হয় তারা উচ্চ আদালতে আাপীল করতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ববিদ্যালয় ছাত্র রিপন হত্যায় একজনের মৃত্যুদন্ড

প্রকাশের সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

 

 রাজবাড়ীতে বিশ^বিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যার দায়ে জামাল পত্তনদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। মামলার অপর ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। মৃত সাইফুল ইসলাম রিপন মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোহন মন্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ^বিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের ছাত্র ছিলেন। দন্ডপ্রাপ্ত জামাল পত্তনদার একই ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রিপন ঢাকা থেকে নিজ দৌলতদিয়া আসেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী বলেন, রিপন হত্যাকান্ডের মামলায় ১১ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদন্ড এবং বাকীদের খালাস দিয়েছেন আদালতের বিচারক। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। তবে, যেহেতু ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হয় তারা উচ্চ আদালতে আাপীল করতে পারেন।