Dhaka ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকীতে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ১১০৩ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত হয়েছে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৩ তম জন্মবার্ষিকী। মনসুর উল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

সংগঠনের আহŸায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী জেলা উদীচীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াস, রাবেয়া কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে আর্ট ক্যাম্পে অংশ নেন চিত্রশিল্পী তরুণ ঘোষ, রাজকুমার পালসহ চিত্রশিল্পীবৃন্দ।

মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ জুলাই রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ছিলেন।

মনসুর উল করিমের প্রথম চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে। এরপর ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তাঁর ২৬টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  একুশে পদক ছাড়াও মনসুর উল আলম দেশি বিদেশি বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার, ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একাদশ জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ষষ্ঠ এশিয়ান আর্ট বিয়েনাল পদক লাভ করেন। ১৯৯৪ সালে ভারতীয় ললিতকলা একাডেমি আয়োজিত অষ্টম ভারতীয় ত্রিবার্ষিক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুলতান পদক লাভ করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকীতে নানা আয়োজন

প্রকাশের সময় : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত হয়েছে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৩ তম জন্মবার্ষিকী। মনসুর উল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

সংগঠনের আহŸায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী জেলা উদীচীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াস, রাবেয়া কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে আর্ট ক্যাম্পে অংশ নেন চিত্রশিল্পী তরুণ ঘোষ, রাজকুমার পালসহ চিত্রশিল্পীবৃন্দ।

মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ জুলাই রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ছিলেন।

মনসুর উল করিমের প্রথম চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে। এরপর ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তাঁর ২৬টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  একুশে পদক ছাড়াও মনসুর উল আলম দেশি বিদেশি বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার, ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একাদশ জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ষষ্ঠ এশিয়ান আর্ট বিয়েনাল পদক লাভ করেন। ১৯৯৪ সালে ভারতীয় ললিতকলা একাডেমি আয়োজিত অষ্টম ভারতীয় ত্রিবার্ষিক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী থেকে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুলতান পদক লাভ করেন তিনি।