Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল রাজবাড়ীর ছাত্রলীগ কর্মীরা

রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৯:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ১১৪৭ জন সংবাদটি পড়েছেন

কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কৃষক রবি চন্দ্র। বিষয়টি জানতে পেরে প্রায় ৮৮ শতক জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রলীগ ও বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার  রাজবাড়ী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক রবি চন্দ্র’র জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় জেলা ছাত্রলীগ নেতাদের পাশাপাশি অংশ নেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বালিয়াকান্দি উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন জানান, করোনাকাল থেকেই ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন রাজবাড়ী সহ সারাদেশে শ্রমিক সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ ধান কাটা কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে।

এদিকে দরিদ্র কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসায় ভাসছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিশেষ করে বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ, কৃষকসহ সচেতন মহল তাদের ধন্যবাদ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল রাজবাড়ীর ছাত্রলীগ কর্মীরা

প্রকাশের সময় : ০৯:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কৃষক রবি চন্দ্র। বিষয়টি জানতে পেরে প্রায় ৮৮ শতক জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রলীগ ও বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার  রাজবাড়ী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক রবি চন্দ্র’র জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় জেলা ছাত্রলীগ নেতাদের পাশাপাশি অংশ নেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বালিয়াকান্দি উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহীন জানান, করোনাকাল থেকেই ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন রাজবাড়ী সহ সারাদেশে শ্রমিক সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ ধান কাটা কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রলীগ এই উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে।

এদিকে দরিদ্র কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসায় ভাসছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিশেষ করে বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ, কৃষকসহ সচেতন মহল তাদের ধন্যবাদ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।