পাংশায় ৭ কেজি স্বর্ণের বার উদ্ধার \ আটক ৩
- প্রকাশের সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১১৪৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা থানার পুলিশ সাত কোটি টাকা মূল্যের সাত কেজি ৩শ গ্রাম স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো পাংশার বনগ্রামের আব্দুল খালেক বিশ^াসের ছেলে নাহিদুল ইসলাম, বাবুপাড়া ইউনিয়নের শুকুর আলী শেখের ছেলে সাত্তার শেখ এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার মৃত জয়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাংশা থানার টহল পুলিশ নিয়মিত উিউটি পালন শেষে ফেরার সময় বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের রোধ করে। এসময় মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানায়, তিনটি স্বর্ণের বার তারা ফেলে দিয়েছে। তাদের দেখানো মতে স্বর্ণের বার তিনটি উদ্ধার করা হয়। এরপর তাদের থানায় নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করার পর আটক নাহিদের জুতার নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো আরও সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের বার পাচারের উদ্দেশ্যে ভারত নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান পুলিশ সুপার। এব্যাপারে মামার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পাংশা থানার ওসি মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।