বালিয়াকান্দিতে পীরের বাড়িতে ডাকাতি, ৮ লাখ টাকা লুট
- প্রকাশের সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / ১১৫০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উচপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে চার তরিকার পীর আব্দুল মতিন নেছারীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা পীরের বাড়ির আলমারী ভেঙে নগদ আট লাখ টাকাসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় বুধবার পীরের জামাতা মো. আব্দুল্লাহ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আট দশজনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল মাইক্রোবাসযোগে পীরের বাড়ির সামনে নামে। প্রথমে তারা অস্ত্রের মুখে পাহারাদারকে জিম্মি করে ভেতরে ঢোকে। এরপর পীরের স্ত্রীসহ বাড়িতে থাকা সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারী ভেঙে নগদ আট লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
মামলার বাদী মো. আব্দুল্লাহ জানান, রাত সাড়ে ৭টার দিকে কয়েকজন মুখোশধারী নেমে বাড়ির সবাইকে জিম্মি করে মোবাইল ফোন কেড়ে একটি ঘরে আটকে রাখে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে হুজুরের শয়নকক্ষ থেকে আলমারী ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত ছিলো। তবে তারা বাড়ির লোকজনের শারীরিক কোনো ক্ষতি করেনি।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।