Dhaka ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের প্রতিবাদে রেল কর্মচারীদের মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ১১৭০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন   বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী পদে দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের প্রতিবাদে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন করেছেন অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত রেল কর্মচারীরা।

বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ী সাব-ডিভিশনের সকল অস্থায়ী কর্মচারীবৃন্দের উদ্যোগে রাজবাড়ী রেল স্টেশনে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী রেলওয়ে শ্রমিকজোটের সভাপতি পরিমল কুমার অধিকারী, সহ সভাপতি আব্দুল বাতেন মিয়া, রেলওয়ে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাতির হোসেন, গেচ কীপার আনোয়ার হোসেন, সনাতন বিশ^াস,  সজীব বিশ^াস, ফুল মিয়া,  জসিম উদ্দিন, পরিচ্ছন্নতা কর্মী রাবেয়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন, তারা কেউ ১০ বছর, কেউ ১৫ বছর, ২৫ বছর ধরে রেলওয়েতে বিভিন্ন পদে চাকরী করছেন। এই সময়  এসে তাদেরকে বাদ দেওয়া হলে চাকরী হারিয়ে কঠিন সমস্যার মুখে পড়বেন। পরিবার পরিজন নিয়ে তাদেরকে  না খেয়ে থাকতে হবে। অবিলম্বে এই ঘোষণা বাতিল করে তাদেরকে স্থায়ী চাকরীর ব্যবস্থা করতে হবে। তাদের দাবি না মেনে যদি তাদেরকে চাকরী থেকে বাদ দেওয়া হয় তাহলে রেললাইনে আত্মাহুতি দেবেন তারা।

রেলওয়ে সূত্র জানায়, রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হওয়ার আশায় রাজবাড়ী  রেলওয়ে সাব  ডিভিশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক, সিগন্যাল, মেডিকেলসহ কয়েকটি শাখায়  তিন শতাধিক কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছেন বহু বছর ধরে। ২০১৭ সালের গেজেট অনুযায়ী  তিন বছর কাজ করার পর তাদের স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩০ মে  এক প্রজ্ঞাপনে আউট সোর্সিং ও ঠিকাদারের মাধ্যমে নতুন করে জনবল নিয়োগ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের প্রতিবাদে রেল কর্মচারীদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

জনতার আদালত অনলাইন   বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী পদে দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের প্রতিবাদে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন করেছেন অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত রেল কর্মচারীরা।

বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ী সাব-ডিভিশনের সকল অস্থায়ী কর্মচারীবৃন্দের উদ্যোগে রাজবাড়ী রেল স্টেশনে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী রেলওয়ে শ্রমিকজোটের সভাপতি পরিমল কুমার অধিকারী, সহ সভাপতি আব্দুল বাতেন মিয়া, রেলওয়ে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাতির হোসেন, গেচ কীপার আনোয়ার হোসেন, সনাতন বিশ^াস,  সজীব বিশ^াস, ফুল মিয়া,  জসিম উদ্দিন, পরিচ্ছন্নতা কর্মী রাবেয়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন, তারা কেউ ১০ বছর, কেউ ১৫ বছর, ২৫ বছর ধরে রেলওয়েতে বিভিন্ন পদে চাকরী করছেন। এই সময়  এসে তাদেরকে বাদ দেওয়া হলে চাকরী হারিয়ে কঠিন সমস্যার মুখে পড়বেন। পরিবার পরিজন নিয়ে তাদেরকে  না খেয়ে থাকতে হবে। অবিলম্বে এই ঘোষণা বাতিল করে তাদেরকে স্থায়ী চাকরীর ব্যবস্থা করতে হবে। তাদের দাবি না মেনে যদি তাদেরকে চাকরী থেকে বাদ দেওয়া হয় তাহলে রেললাইনে আত্মাহুতি দেবেন তারা।

রেলওয়ে সূত্র জানায়, রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হওয়ার আশায় রাজবাড়ী  রেলওয়ে সাব  ডিভিশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক, সিগন্যাল, মেডিকেলসহ কয়েকটি শাখায়  তিন শতাধিক কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছেন বহু বছর ধরে। ২০১৭ সালের গেজেট অনুযায়ী  তিন বছর কাজ করার পর তাদের স্থায়ী করার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩০ মে  এক প্রজ্ঞাপনে আউট সোর্সিং ও ঠিকাদারের মাধ্যমে নতুন করে জনবল নিয়োগ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।