Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পূজা পরিষদের সংবাদ সম্মেলনে জয়দেবকে গ্রেপ্তার দাবি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১১৬৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন   পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র প্রতিবাদ ও জয়দেব কর্মকারের গ্রেপ্তার দাবি জানিয়েছে।

সংগঠনের জেলা সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বলেন, জয়দেব কর্মকারের বাবা কিছুদিন আগেও একটি রাজবাড়ী বাজারের সোনার দোকানের কর্মচারী ছিলেন। জয়দেব কর্মকারের এতো অর্থের উৎস কোথায় তা খুঁজে বের করতে হবে। সে যেটা করেছে তার নিন্দা জানাই। তাকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। তাকে রোধ করা না গেলে আমরা মুখ দেখাতে পারব না। তাকে গ্রেপ্তার করা না হলে অবিলম্বে রাস্তায় নামবেন বলেও ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে স্বপন কুমার দাস বলেন, গত ২ জুন তারিখে জয়দেব কর্মকারের নেতৃত্বে ভোলা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির নারীদের মারধর ও শ্লীলতাহানি করেছে। এখনও পরিবারটি আতংকে দিন কাটাচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এসময় সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক সমীর কুমার সরকার, মিহির চক্রবর্তী, সুশীল দত্ত, সুকুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পূজা পরিষদের সংবাদ সম্মেলনে জয়দেবকে গ্রেপ্তার দাবি

প্রকাশের সময় : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

জনতার আদালত অনলাইন   পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র প্রতিবাদ ও জয়দেব কর্মকারের গ্রেপ্তার দাবি জানিয়েছে।

সংগঠনের জেলা সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বলেন, জয়দেব কর্মকারের বাবা কিছুদিন আগেও একটি রাজবাড়ী বাজারের সোনার দোকানের কর্মচারী ছিলেন। জয়দেব কর্মকারের এতো অর্থের উৎস কোথায় তা খুঁজে বের করতে হবে। সে যেটা করেছে তার নিন্দা জানাই। তাকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। তাকে রোধ করা না গেলে আমরা মুখ দেখাতে পারব না। তাকে গ্রেপ্তার করা না হলে অবিলম্বে রাস্তায় নামবেন বলেও ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে স্বপন কুমার দাস বলেন, গত ২ জুন তারিখে জয়দেব কর্মকারের নেতৃত্বে ভোলা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির নারীদের মারধর ও শ্লীলতাহানি করেছে। এখনও পরিবারটি আতংকে দিন কাটাচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এসময় সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক সমীর কুমার সরকার, মিহির চক্রবর্তী, সুশীল দত্ত, সুকুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।