প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ সদস্য আটক
- প্রকাশের সময় : ০৭:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৩০১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর সরবরাহ করার অভিযোগে আড়ি পাতার ডিভাইসসহ ১৩ জনকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (২য় পর্যায়) পরীক্ষা চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস রাজবাড়ী পৌরসভার ভবানীপুর, মুরগির ফার্মের পেছনের গলিতে মিজানুর রহমান (৪৩) এর বাড়িতে অভিযান চালিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কাজে ব্যাবহৃত বিশেষ ধরনের ডিভাইস সহ ১৩ জন কে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ২০টি মুঠোফোন, দুটি মাস্টারকার্ড সদৃশ্য ডিভাইস (সিম সংযুক্ত), দুটি ইয়ারফোন, আড়ি পাতা ডিভাইসের ছোট ছয়টি ব্যাটারি, পুরাতন একটি মডেম, নগদ ১০ হাজার টাকা, হাতে লেখা পরীক্ষার প্রশ্নের উত্তর, পরীক্ষার্থীর প্রবেশপত্রের ফটোকপি, বিভিন্ন গাইড বই, সোনালী ব্যাংকের একটি ভিসা ডেবিট কার্ড, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের একটি ডেবিট কার্ড এবং দুটি স্যামসাং পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। আটক কৃতদের মধ্যে একজন মহিলা পরীক্ষার্থী সহ সরকারি প্রাইমারি স্কুলের ০৫ জন স্কুল শিক্ষক রয়েছে। ঘটনার মূল হোতা মোঃ মাঈনুল ইসলাম হাওলাদার (৪২), প্রশিক্ষক URC (উপজেলা রিসোর্স সেন্টার) মির্জাগঞ্জ, পটুয়াখালীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি তার সোনালী ব্যাংকে একাউন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে বলে জানায়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।