Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে খুন বাবুর হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • / ১২০১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন সৌদি আরবে খুন রাফিজুল ইসলাম বাবুর হত্যাকারী মনিরের ফাঁসি, লাশ দেশে ফিরিয়ে আনার দাবিতে ও ভুক্তভোগী পরিবারকে মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে শুক্রবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহত রাফিজুল ইসলাম বাবু রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ফজের সরদারের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রধান সড়কের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি  চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন নিহত রাফিজুল ইসলাম ওরফে বাবুর মা হাজেরা বেগম, বোন লাভলী আক্তার, তানিয়া আক্তার, প্রতিবেশী সাবুল সরদার, সোহেল রানা, নজরুল ইসলাম, জামাল সরদার, রাজিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৪ এপ্রিল সৌদি আরবের দাম্মাম প্রবাসী রাফিজুল ইসলাম ওরফে বাবুকে ছুরিকাঘাত করে হত্যা করে মনির প্রামানিক। হত্যার পর বাবুর কক্ষে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় মনির। মনিরের শাশুড়ি জহিরন বেগম বাবুদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে যাওয়ার পরই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এখন উল্টো তাদের নামে থানায় অভিযোগ দায়ের করে হয়রানী করছে। বক্তারা নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং হত্যাকারীর ফাঁসির দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি আরবে খুন বাবুর হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২

জনতার আদালত অনলাইন সৌদি আরবে খুন রাফিজুল ইসলাম বাবুর হত্যাকারী মনিরের ফাঁসি, লাশ দেশে ফিরিয়ে আনার দাবিতে ও ভুক্তভোগী পরিবারকে মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে শুক্রবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহত রাফিজুল ইসলাম বাবু রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ফজের সরদারের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রধান সড়কের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি  চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন নিহত রাফিজুল ইসলাম ওরফে বাবুর মা হাজেরা বেগম, বোন লাভলী আক্তার, তানিয়া আক্তার, প্রতিবেশী সাবুল সরদার, সোহেল রানা, নজরুল ইসলাম, জামাল সরদার, রাজিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৪ এপ্রিল সৌদি আরবের দাম্মাম প্রবাসী রাফিজুল ইসলাম ওরফে বাবুকে ছুরিকাঘাত করে হত্যা করে মনির প্রামানিক। হত্যার পর বাবুর কক্ষে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় মনির। মনিরের শাশুড়ি জহিরন বেগম বাবুদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে যাওয়ার পরই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এখন উল্টো তাদের নামে থানায় অভিযোগ দায়ের করে হয়রানী করছে। বক্তারা নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং হত্যাকারীর ফাঁসির দাবি জানান।