রাজবাড়ীতে ৩ মিষ্টি ব্যবসায়ীর জরিমানা
- প্রকাশের সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১১৮০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে অভিযান চালিয়ে তিন মিষ্টি ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করেছে।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য সংমিশ্রণ ও অতিরিক্ত ওজনের প্যাকেটে মিষ্টি বিক্রি করায় খানখানাপুর বাজারের কনিকা মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ ও অতিরিক্ত ওজনের প্যাকেট ব্যবহার করায় আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং ২০০৯ সালের ৪৬ ধারা লঙ্ঘনজনিত অপরাধে মালিক মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, সদর থানার পুলিশ, চেম্বার অব কমার্স তাদেরকে অভিযানে সহযোগিতা করে।