Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৫ গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ১১৯৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী অনলাইনে এক যোগে দেশ ব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রোববার বেলা ১১ টায় পুলিশ লাইনের ড্রিলসেডে  অনুষ্ঠান হয়।  অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন মোঃ ইব্রাহিম টিটন,  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, আমরা পাঁচটি উপজেলায় একটি করে তিন কক্ষ বিশিষ্ট পাকা ঘর নির্মাণ করেছি। আমরা এই ঘর পাঁচটি এমন মানুষদেরকে দিচ্ছি যাদের কোন ঘর নেই। অন্যের বাড়িতে থাকতে হতো। প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। এরই সাথে প্রধান মন্ত্রী একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করেছেন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। যেখানে নারী পুলিশ থাকবে এবং এসকল মানুষ আসলে তাদের সেবা দিবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

প্রকাশের সময় : ০৮:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী অনলাইনে এক যোগে দেশ ব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রোববার বেলা ১১ টায় পুলিশ লাইনের ড্রিলসেডে  অনুষ্ঠান হয়।  অনুষ্ঠানে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন মোঃ ইব্রাহিম টিটন,  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, আমরা পাঁচটি উপজেলায় একটি করে তিন কক্ষ বিশিষ্ট পাকা ঘর নির্মাণ করেছি। আমরা এই ঘর পাঁচটি এমন মানুষদেরকে দিচ্ছি যাদের কোন ঘর নেই। অন্যের বাড়িতে থাকতে হতো। প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। এরই সাথে প্রধান মন্ত্রী একযোগে সারা বাংলাদেশে উদ্বোধন করেছেন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। যেখানে নারী পুলিশ থাকবে এবং এসকল মানুষ আসলে তাদের সেবা দিবে।