রাজবাড়ীতে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১২৬০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
দাম কমাও জান বাচাও স্লোগান নিয়ে রাজবাড়ীতে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি রাজবাড়ী শাখা।
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনের সড়কে কমিউনিস্ট পার্টি রাজবাড়ী শাখার আয়োজনে এ কর্মসুচি পালিত হয়। কর্মসুচিতে বক্তারা বলেন বর্তমানে বাজারে প্রতিটি জিনিসের দাম গরীবের নাগালের বাইরে। মানুষ আজ নিরব দুর্ভিক্ষে ভুগছে। কিন্তু এসব বিষয় নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নেই।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সেক্রেটারি আবুল কালাম মোহাম্মদ মোস্তফা, কৃষক সমিতির সভাপতি আব্দুর সাত্তার মন্ডল, উদিচির সহ সভাপতি আজিজুল হাসান খোকা, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল হালিম বাবু প্রুমখ।
এসময় কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া বলেন, সরকার গরীব মানুষের উপর অন্যায় জুলুম করতেছে।তারা ইচ্ছা মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধি করতেছে।তিনি আরো বলেন এই দেশের গরীব সাধারন মানুষের বাঁচতে হলে কমিউনিস্ট পার্টির পতাকার তলে আসতে হবে।