রাজবাড়ীতে দেশ রুপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- প্রকাশের সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১১৬২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজবাড়ী উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাশ, জেলা রিপোর্টটার ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী। এছাড়া বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল হাসান খোকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল ও দেশ টিভির প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশরুপান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস।
আলোচনা সভায় প্রধান অতিথি কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। যার ফলে দেশে এখন অনেক গণমাধ্যম। আর দেশ রুপান্তর পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সংবাদ পরিবেশনে দায়িত্বশীলনতার পরিচয় দিয়েছে। যার ফলে পত্রিকাটি তিন বছরেই পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে।
আলোচনা সভা শেষে কেটে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সংবাদ কর্মী, সুধী সমাজের প্রতিনিধিরা এছারাও পত্রিকার এজেন্ট ও হকাররা উপস্থিত ছিলেন।