Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রদেয় টাকা ফেরৎ অথবা দোকান বরাদ্দের দাবিতে রাজবাড়ী আদালত চত্ত্বরের ব্যবসায়ীদের মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / ১১৩৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন   রাজবাড়ী আদালত প্রাঙ্গনের মার্কেটে টাকা জমা দেওয়ার দেড় বছর পার হয়ে গেলেও দোকান বরাদ্দ পাননি ব্যবসায়ীরা। কিন্তু বদলি হয়ে গেছেন জেলা ও দায়রা জজ। এমতাবস্থায় প্রদেয় টাকা ফেরৎ অথবা দোকান বরাদ্দের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার রাজবাড়ী  আদালতের নির্মাণাধীন মার্কেটের সামনে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আদালত চত্ত্বরের ব্যবসায়ী মোহম্মদ কোরবান আলী, কেরামত আলী, রানা কুমার সরকার, আফজাল হোসেন, মো. রোকন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে , রাজবাড়ী কোর্ট মসজিদ কমিটির কাছ থেকে বরাদ্দ নিয়ে ৪২ জন দোকানদার দীর্ঘ ২৫ বছর ধরে আদালত চত্ত্বরে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। গত ১৫/১২/২০২০ তারিখে তাদের দোকান ভেঙে দেওয়া হয়। এরপর নতুনভাবে বরাদ্দ নিতে জেলা জজ সাহেবের নিজ নামীয় ব্যাংক হিসাবে প্রত্যেককে তিন লাখ টাকা করে জমা দিতে বলা হয়। সেই মোতাবেক তারা সুদ, কিস্তি, গরু, ছাগল ও জমিজমা বিক্রি করে টাকা জমা দেন। কথা ছিল ৩১/৩/২০২১ তারিখের মধ্যে তাদের দোকান বুঝিয়ে দেবে। কিন্তু দীর্ঘ ১৬ মাস অতিবাহিত হয়ে গেলেও তারা দোকান বুঝে পাননি। এমতাবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

তারা দোকান বরাদ্দ অথবা জমা টাকা ফেরতের  জন্য স্মারকলিপিতে দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, রাজবাড়ী জেলা জজ আদালত মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে জেলা বার এর আইনজীবীরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। এর প্রতিবাদে আদালত বর্জন, মানববন্ধন, স্মারকলিপিসহ নানা কর্মসূচী পালন করেন তারা।  একই সাথে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার  প্রত্যাহারও দাবি করেন। গত ১ মার্চ  জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানাকে নোয়াখালী জেলায় বদলি করে প্রজ্ঞাপন জারী করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রদেয় টাকা ফেরৎ অথবা দোকান বরাদ্দের দাবিতে রাজবাড়ী আদালত চত্ত্বরের ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

জনতার আদালত অনলাইন   রাজবাড়ী আদালত প্রাঙ্গনের মার্কেটে টাকা জমা দেওয়ার দেড় বছর পার হয়ে গেলেও দোকান বরাদ্দ পাননি ব্যবসায়ীরা। কিন্তু বদলি হয়ে গেছেন জেলা ও দায়রা জজ। এমতাবস্থায় প্রদেয় টাকা ফেরৎ অথবা দোকান বরাদ্দের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার রাজবাড়ী  আদালতের নির্মাণাধীন মার্কেটের সামনে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আদালত চত্ত্বরের ব্যবসায়ী মোহম্মদ কোরবান আলী, কেরামত আলী, রানা কুমার সরকার, আফজাল হোসেন, মো. রোকন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে , রাজবাড়ী কোর্ট মসজিদ কমিটির কাছ থেকে বরাদ্দ নিয়ে ৪২ জন দোকানদার দীর্ঘ ২৫ বছর ধরে আদালত চত্ত্বরে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। গত ১৫/১২/২০২০ তারিখে তাদের দোকান ভেঙে দেওয়া হয়। এরপর নতুনভাবে বরাদ্দ নিতে জেলা জজ সাহেবের নিজ নামীয় ব্যাংক হিসাবে প্রত্যেককে তিন লাখ টাকা করে জমা দিতে বলা হয়। সেই মোতাবেক তারা সুদ, কিস্তি, গরু, ছাগল ও জমিজমা বিক্রি করে টাকা জমা দেন। কথা ছিল ৩১/৩/২০২১ তারিখের মধ্যে তাদের দোকান বুঝিয়ে দেবে। কিন্তু দীর্ঘ ১৬ মাস অতিবাহিত হয়ে গেলেও তারা দোকান বুঝে পাননি। এমতাবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

তারা দোকান বরাদ্দ অথবা জমা টাকা ফেরতের  জন্য স্মারকলিপিতে দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, রাজবাড়ী জেলা জজ আদালত মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে জেলা বার এর আইনজীবীরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন। এর প্রতিবাদে আদালত বর্জন, মানববন্ধন, স্মারকলিপিসহ নানা কর্মসূচী পালন করেন তারা।  একই সাথে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার  প্রত্যাহারও দাবি করেন। গত ১ মার্চ  জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানাকে নোয়াখালী জেলায় বদলি করে প্রজ্ঞাপন জারী করে।