কালুখালীতে জেলা প্রশাসকের মতবিনিময়
- প্রকাশের সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১২২৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসক আবু কায়সার খানের মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা রিসোর্স সেন্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। গৃহহীনদের জন্য সরকার প্রদত্ত ঘর যেন টেকসই ও মানসম্পন্ন হয় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই কর্মসূচী এখন আরো সহজ করা হয়েছে। কেউ টিকাদান কেন্দ্রে এলেই তাকে টিকা দেওয়া হবে। এখন আর নিবন্ধনের প্রয়োজন নেই।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব, রতনদিয়া ইউপি মেহেদী হাচিনা পারভীন, রতনদিয়া বাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন প্রমুখ।