ট্রেন থেকে বাঁচতে রেলব্রীজ থেকে লাফ ॥ গুরুতর আহত প্রেমিক জুটি
- প্রকাশের সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫০২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ প্রেমিক জুটি একটু রোমান্সের জন্য উঠেছিল রেলব্রীজের উপর। বিধি বাম চলে আসে ট্রেন। নিজেদের বাঁচাতে ব্রীজের উপর থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন তারা। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথের পাংশা উপজেলার সীমান্ত এলাকা কালিকাপুর রেলব্রীজে। আহত শামীম হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের শাজাহান খানের ছেলে। তরুণী কালুখালী উপজেলা এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কালিকাপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান জানান, কালিকাপুর রেলব্রীজের উপর একটি ছেলে ও একটি মেয়ে অনেকক্ষণ ধরে বসে ছিল। ওই সময় রাজবাড়ী থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন ব্রীজের কাছে চলে আসে। যতক্ষণে তারা খেয়াল করেছে ততক্ষণে ট্রেনটি ব্রীজে ঢুকে পড়েছে প্রায়। এমতাবস্থায় উল্টো দিক দিয়ে তাদের ব্রীজ পার হওয়ার কোনো সুযোগ ছিল না। নিজেদের বাঁচাতে তারা ব্রীজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের স্টাফ ব্রাদার তিতুমীর বিশ^াস জানান, ব্রীজ থেকে লাফ দিয়ে দুজনেই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে মেয়েটির অবস্থা বেশি খারাপ। তার মাজার হাড় ভেঙে গেছে। মাথায়ও আঘাত লেগেছে। আর ছেলেটির মেরুদন্ডের হাড় ভেঙে গেছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায় রেফার্ড করেন।
পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, ছেলে মেয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা ব্রীজের উপর বসে গল্প করছিলো। এসময় ট্রেন চলে এলে এদিক ওদিক কোনোদিকে যেতে না পেরে লাফ দেয়।