কালুখালীতে ইউপি নির্বাচন হবে শান্তিপূর্ণ: প্রশাসনের আশ^াস
- প্রকাশের সময় : ০৭:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৩৮২ জন সংবাদটি পড়েছেন
সাহিদা পারভীন,কালুখালী ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন, নির্বাচন কমিশন থেকে শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে । এজন্য শান্তিপূর্ণ পরিবেশে কালুখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তির বিকল্প ভাবার কোন সুযোগ নেই।
তিনি গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যদের সাথে আচরনবিধি ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।
জেলা প্রশাসক প্রার্থীদের উদ্দেশ্যে বলেন,সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকার প্রয়োজন নেই। ভোটারদের মাঝে আস্থা সৃষ্টি করুন। ভোট প্রদানের পর গনন শেষে কেন্দ্র থেকেই ফলাফলের কপি আপনাদের হাতে দিয়ে আসার জন্য নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন,ইতিপূর্বে উৎসব মুখোর পরিবেশে রাজবাড়ীতে নির্বাচন সম্পন্ন হয়েছে। এভাবেই উৎসব মুখোর পরিবেশে কালুখালীর নির্বাচন সম্পন্ন হবে।
কালুখালী সরকারী কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান,জেলা নির্বাচন অফিসার মো: মাসুদুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার মো: আজিজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাচিনা পারভীন নিলুফা,মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম মৃধা,মাঝবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শরিফুল ইসলাম,মৃগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ মতিন, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম,সদস্য পদপ্রার্থী মোস্তফা কামাল,মদন প্রামানিক,তাহমিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।