কালুখালীর সাওরাইলঃ নৌকার আনন্দ মিছিল থেকে মনোনয়নবঞ্চিত প্রার্থীর কর্মীকে হাতুড়িপেটা
- প্রকাশের সময় : ০৬:৪৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৪০৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নপ্রাপ্ত শহিদুল ইসলাম আলীর সমর্থনে বের হওয়া আনন্দ মিছিল থেকে মনোনয়নবঞ্চিত গোলাম সারওয়ার ঠান্ডুর সমর্থক মাসুদ রানাকে হাতুড়ি পেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশই সাওরাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি একই গ্রামের নান্নু মোল্লার ছেলে। ইউনিয়ন যুবলীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। এঘটনায় আহত মাসুদ রানার চাচা শাহাদত হোসেন বাদী হয়ে রোববার রাতে কালুখালী থানায় মামলা করেছেন।
জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত তপশীল অনুযায়ী তৃতীয় ধাপে আাগামী ২৮ নভেম্বর কালুখালী উপজেলার সাত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলী এবং সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ঠান্ডু। রোববার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করে। মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী। এ খবর এলাকায় পৌছানোর পর তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিশই সাওরাইল অতিক্রম করার সময় মাসুদ রানাকে হাতুড়িপেটা করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ রানা জানান, তিনি যুবলীগের সঙ্গে জড়িত ও গোলাম সারওয়ার ঠান্ডুর সমর্থক। রোববার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে নৌকার মনোনয়নপ্রাপ্ত শহিদুল ইসলাম আলীর আনন্দ মিছিল দেখে সাইড নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় অতর্কিতভাবে কয়েকজন তার উপর হামলা করে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ফেলে রেখে যায়। এতে তার পা ও মাথা গুরুতর জখম হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে ও পা ভেঙ্গে গেছে। যারা হামলা করেছে তাদের সাথে পূর্বের কোনো শত্রুতা ছিলনা। গোলাম সারওয়ার ঠান্ডুর সমর্থন করাতেই তার উপর হামলা হয়েছে বলে জানান তিনি।
নৌকার মনোনয়নবঞ্চিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ঠান্ডুৃ জানান, তিনিও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে মন খারাপ। নৌকার মনোনয়নপ্রাপ্ত শহিদুল ইসলাম আলীর লোকজন তার সমর্থক মাসুদ রানাকে মারপিট করেছে। রোববার তিনি এমপি জিল্লুল হাকিমের সঙ্গে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই এ খবর পেয়ে এমপিকে বলেছি; কাকে নৌকা দিলেন। মনোনয়ন পেতে না পেতেই মারপিট শুরু করেছে। ওরা না হয় আমার সমর্থক। আর দুদিন পরেতো নৌকারই নির্বাচন করবে। এমপি তাকে মামলা করার পরামর্শ দিয়েছেন। রাতে কালুখালী থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে বলে শুনেছেন।
সাওরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আলী বলেন, আমিও কাল (রোববার) এমপির সঙ্গে টুঙ্গিপাড়া গিয়েছিলাম। প্রতিদ্বন্দ্বি গোলাম সারওয়ার ঠান্ডুও সেখানে ছিলেন। ঘটনাটি আমি শুনেছি। যারা মেরেছে তারা কেউ আমার লোক নয়। মাসুদ রানার সাথে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুজন আটকের বিষয়ে জানতে চাইলে বলেন, তদন্ত চলছে। পরে জানানো হবে।