কালুখালীতে ৯০ হাজার জাল টাকা, ছাপানোর যন্ত্র ও গাঁজা জব্দ ॥ আটক ১
- প্রকাশের সময় : ০৯:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৪৯৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে ৯০ হাজার জাল টাকা, জাল টাকা ছাপানোর যন্ত্র ও সরঞ্জাম, সাড়ে সাত কেজি গাঁজাসহ নান্নু মুন্সী নামে একজনকে আটক করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে কালুখালী উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মুন্সীর ছেলে। এছাড়া তার হেফাজত থেকে গাঁজা মাপার ডিজিটাল মেশিন, গাঁজা বিক্রির নগদ ৭৯ হাজার টাকা ও বিভিন্ন আলামত জব্দ করা হয়।
রাজবাড়ীর ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় জাল টাকা, জাল টাকা তৈরির যন্ত্র ও সরঞ্জাম, গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এব্যাপারে নান্নু বিশ^াসের বিরুদ্ধে কালুখালী থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর বুধবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
অপরদিকে বালিয়াকান্দি থানার পুলিশ উপজেলা শহর থেকে ৪২ পুড়িয়া হেরোইনসহ রাবেল শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের আবুল শেখের ছেলে। এব্যাপরে মাদক আইনে বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে।