Dhaka ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • / ১৩১৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুজন হলো কুষ্টিয়া জেলার মিলপাড়া এলাকার তোফাজ্জেল শেখের ছেলে ফজলু শেখ ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানালঘাট এলাকার মৃত জনাব আলী শেখের ছেলে জাহাঙ্গীর শেখ। শুক্রবার সকালে রাজবাড়ী ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য  জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ফজলু শেখকে  গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার ফজলুর দেওয়া তথ্যমতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে একটি এলজি ওয়ান শুটারগান ও এক রাউন্ড শটগানের গুলিসহ জাহাঙ্গীর শেখকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী। তারা তাদের সহযোগীদের নিয়ে রাজবাড়ী জেলাসহ আশেপাশে চাঁদাবাজী, ডাকাতি, খুনসহ নানা অপরাধ করে আসছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় শুক্রবার কালুখালী ও গোয়ালন্দ ঘটি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আসামীদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে রাজবাড়ীর ডিআইও (ওয়ান) সাইদুর রহমান, ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুজন হলো কুষ্টিয়া জেলার মিলপাড়া এলাকার তোফাজ্জেল শেখের ছেলে ফজলু শেখ ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানালঘাট এলাকার মৃত জনাব আলী শেখের ছেলে জাহাঙ্গীর শেখ। শুক্রবার সকালে রাজবাড়ী ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য  জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ফজলু শেখকে  গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার ফজলুর দেওয়া তথ্যমতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে একটি এলজি ওয়ান শুটারগান ও এক রাউন্ড শটগানের গুলিসহ জাহাঙ্গীর শেখকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী। তারা তাদের সহযোগীদের নিয়ে রাজবাড়ী জেলাসহ আশেপাশে চাঁদাবাজী, ডাকাতি, খুনসহ নানা অপরাধ করে আসছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় শুক্রবার কালুখালী ও গোয়ালন্দ ঘটি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আসামীদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে রাজবাড়ীর ডিআইও (ওয়ান) সাইদুর রহমান, ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।