Dhaka ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিকাশে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / ১৪২১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ বিকাশে প্রতারণার মাধ্যমে এক গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রুহুল আমিন ওরফে রুহু(২৮) নামে এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের কালাম খানের ছেলে। তার দৃশ্যমান কোনো পেশা নেই বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, গত মে মাসের প্রথম দিকে এক প্রতারক জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের জনৈক দেবাংশু ঘোষকে ফোন দিয়ে বলে; আমি বিকাশ অফিস থেকে বলছি। আপনার নাম্বারটি বন্ধ হয়ে যাবে। এখনই টাকা পাঠান। এভাবে নানাভাবে তার কাছ থেকে মোট ৮৪ হাজার ৯শ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় দেবাংশু ঘোষ  বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে প্রতারক রুহুল আমিন ওরফে রুহুকে শনাক্ত করে। এরপর গত শনিবার দেবাংশু ঘোষ বাদী হয়ে রুহুল আমিন রুহুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় রুহুর কাছ থেকে ২১টি সীম যার প্রতিটিই বিকাশ করা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা  হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিকাশে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ বিকাশে প্রতারণার মাধ্যমে এক গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রুহুল আমিন ওরফে রুহু(২৮) নামে এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের কালাম খানের ছেলে। তার দৃশ্যমান কোনো পেশা নেই বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, গত মে মাসের প্রথম দিকে এক প্রতারক জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের জনৈক দেবাংশু ঘোষকে ফোন দিয়ে বলে; আমি বিকাশ অফিস থেকে বলছি। আপনার নাম্বারটি বন্ধ হয়ে যাবে। এখনই টাকা পাঠান। এভাবে নানাভাবে তার কাছ থেকে মোট ৮৪ হাজার ৯শ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় দেবাংশু ঘোষ  বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে প্রতারক রুহুল আমিন ওরফে রুহুকে শনাক্ত করে। এরপর গত শনিবার দেবাংশু ঘোষ বাদী হয়ে রুহুল আমিন রুহুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় রুহুর কাছ থেকে ২১টি সীম যার প্রতিটিই বিকাশ করা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা  হয়েছে।