রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগ: রিক্সা ভ্যান ও সেলাই মেশিন পেলেন হতদরিদ্ররা
- প্রকাশের সময় : ০৫:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৪৪৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গনে জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এসব তুলে দেন। এসময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহবুবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ উপস্থিত াছিলেন।
রাজবাড়ীর পাঁচ উপজেলার ১০ জন প্রশিক্ষিত হতদরিদ্র নারীকে সেলাই মেশিন, ১১ জনকে ভ্যান এবং চারজনকে রিক্সা প্রদান করা হয়েছে। এর আগেও ১২ জনকে দেওয়া হয় রিক্সা।
পাংশা উপজেলার চর দুলর্ভদিয়া গ্রামের আদিবাসী হরেন সরকার জানান, আগে তিনি ভাড়ায় ভ্যান চালাতেন। স্ত্রী ছেলেমেয়েসহ ছয়জনের সংসার তার। কুচে মাছ ধরে কোনোমতে সংসার চালান তিনি। জেলা প্রশাসন থেকে ভ্যানটি পাওয়ায় খুবই উপকৃত হলেন। এখন ভ্যানের সাথে একটি মোটর লাগিয়ে চালাতে পারবেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মূলত মুজিববর্ষ উপলক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবেনা। সেইভাবে সরকারি নির্দেশনায় একদিকে যেমন সরকারিভাবে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তেমনি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্রমুক্ত বাংলাদেশ। ক্ষুধা এবং দারিদ্রমুক্ত করতে গেলে মানুষকে কাজের ক্ষেত্র কাজের সুযোগ তৈরি করতে হবে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে আগের ১২টিসহ মোট ১৬টি রিক্সা, ১১টি ভ্যান এবং ১০ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আমাদের এই কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত রাখতে চেষ্টা করবো। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করার চেষ্টা করে যাবো।