সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে
- প্রকাশের সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / 523
জনতার আদালত অনলাইন ॥ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও তার হেনস্তাকারীদের শাস্তির দাবিতে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত কর্মসূচীতে রাজবাড়ী জেলা প্রেসক্লাব, রাজবাড়ী প্রেসক্লাবসহ সাংবাদিকদের পাঁচটি সংগঠন, সিপিবি ও উদীচী এতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।
শহরের প্রধান সড়কে মিলেনিয়াম মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী।
বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাবেক সভাপতি আবু মুসা বিশ^াস, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার মতিন, যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, চ্যানেল টুয়েনিট ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।