পাংশায় শিশু অপহরণ, উদ্ধার হয়নি ৩ দিনেও
- প্রকাশের সময় : ০৭:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৩৫৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় মোরছালিন মন্ডল নামে ছয় বছরের এক শিশুকে অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি। সে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের নবাব মন্ডলের ছেলে। অপহরণের ঘটনায় শিশুর বাবা নবাব মন্ডল সোমবার পাংশা থানায় একটি মামলা করেছেন। রোববার সকাল সাতটার দিকে তাকে অপরহরণ করা হয়।
অপহৃত শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, নবাব মন্ডল তাদের বসতভিটা থেকে আনুমানিক দুশ গজ দূরে বাড়ি করে পরিবার নিয়ে আলাদা থাকেন। গত রোববার সকাল সাতটার দিকে মোরছালিনকে নিয়ে তাদের নিজ বসতভিটায় যান। সেখানে মোরছালিনকে তার দাদার (নবাব মন্ডলের বাবা) কাছে রেখে কাজে বেরিয়ে পড়েন। ঘণ্টা দেড়েক পড়ে তিনি নিজ বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে জানতে চার মোরছালিন ফিরেছে কীনা? স্ত্রী না সূচক জবাব দিলে তিনি তার বাবার বাড়িতে ছুটে যান। সেখানে গিয়েও পাননি মোরছালিনকে। নবাব মন্ডলকে জানানো হয়; মোরছালিন রাস্তার পাশে খেলছিল। সে সূত্র ধরে প্রতিবেশি এক শিশুকে বিষয়টি জিজ্ঞেস করে। ওই শিশুটি জানায়, মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি মোরছালিনকে তুলে নিয়ে গেছে। এরপর আশে পাশে অনেক জায়গায় শিশুটিকে খোঁজা হয়। কোথাও না পেয়ে সোমবার নিখোঁজ শিশুর বাবা পাংশা থানায় মামলা করেন। শিশুটির বাবা-মা এখন চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পাংশা থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, শিশু মোরছালিনকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। পাংশা থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও তাকে উদ্ধারের চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। আমরা শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।