রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি আরিফ গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / 482
জনতার আদালত অনলাইন ॥ হত্যাচেষ্টা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার রুপপুর গ্রামের খালেক শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, ২০০৯ সালের ১৫ নভেম্বর তারিখে কুটিরহাট বাজার এলাকায় বেলায়েত মন্ডলের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এঘটনায় ওই দিনই বেলায়েতের বাবা মইজউদ্দিন মন্ডল বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় আরিফ শেখের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে চলতি বছরের ২৮ জানুয়ারি তারিখে রাজবাড়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল ইসলাম ভূইয়া আসামি আরিফ শেখকে এক বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।