Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ভোটের উৎসব

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ১২৪৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ শনিবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে হয়ে রাজবাড়ীর পাংশা পৌরসভায়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণের সময় ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপিও।

সকাল থেকে পৌরসভার নয়টি কেন্দ্রে ভোটারদের ছিল দীর্ঘ লাইন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ভোট চলাকালে পাংশায় সৃষ্টি  হয় এক উৎসবের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক প্রহরায় ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। র‌্যাব, বিজিবিকেও টহল দিতে দেখা গেছে। ভোটকেন্দ্রে কয়েকজন ভোটার জাল ভোট দেওয়ার চেষ্টা করলেও তার সফল হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। এছাড়া বিভিন্ন অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়। ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের কর্মী সমর্থকরা ছিলো মুখর।

সকাল সাড়ে নয়টার দিকে পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। কনকনে শীতে ঠান্ডা বাতাস উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ অপক্ষোর পর ভোট দিতে পেরেছে।

দুপুর ১২টার দিকে ১ নং ওয়ার্ডের শাহ জুই মাদ্রাসায় গিয়েও দেখা যায় একই চিত্র। একেন্দ্রে ভোট শেষ হওয়ার কিছু আগে ছয়জন যুবক জাল ভোট দিতে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। একই কেন্দ্রে কয়েকজনকে জরিমানা করা হয়। তবে দুপুর আড়াইটার দিকে পাংশা জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাজী এজাজুল জানান, সকালে দীর্ঘ লাইন ছিল। দুপুর দেড়টার পর থেকে ভোটার উপস্থিতি কমতে শুরু করে। এই কেন্দ্রে দুপুর তিনটা পর্যন্ত ৫৭ ভাগ ভোট পড়েছে বলে জানান তিনি।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিকেল পাঁচটার দিকে পাংশা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শেখ রেজাউল করিম রিংকুর কাছে জানতে চাইলে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মানুষ নির্বিঘেœ তাদের ভোট দিতে পেরেছে। এতে আমরা খুশী। জয় পরাজয় যাই হোক না কেন তা আমরা আন্তরিকভাবে মেনে নেব।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী মন্ডল বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা এতে খুশী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ভোটের উৎসব

প্রকাশের সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ শনিবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে হয়ে রাজবাড়ীর পাংশা পৌরসভায়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণের সময় ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপিও।

সকাল থেকে পৌরসভার নয়টি কেন্দ্রে ভোটারদের ছিল দীর্ঘ লাইন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ভোট চলাকালে পাংশায় সৃষ্টি  হয় এক উৎসবের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক প্রহরায় ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। র‌্যাব, বিজিবিকেও টহল দিতে দেখা গেছে। ভোটকেন্দ্রে কয়েকজন ভোটার জাল ভোট দেওয়ার চেষ্টা করলেও তার সফল হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। এছাড়া বিভিন্ন অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়। ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের কর্মী সমর্থকরা ছিলো মুখর।

সকাল সাড়ে নয়টার দিকে পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। কনকনে শীতে ঠান্ডা বাতাস উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ অপক্ষোর পর ভোট দিতে পেরেছে।

দুপুর ১২টার দিকে ১ নং ওয়ার্ডের শাহ জুই মাদ্রাসায় গিয়েও দেখা যায় একই চিত্র। একেন্দ্রে ভোট শেষ হওয়ার কিছু আগে ছয়জন যুবক জাল ভোট দিতে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। একই কেন্দ্রে কয়েকজনকে জরিমানা করা হয়। তবে দুপুর আড়াইটার দিকে পাংশা জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাজী এজাজুল জানান, সকালে দীর্ঘ লাইন ছিল। দুপুর দেড়টার পর থেকে ভোটার উপস্থিতি কমতে শুরু করে। এই কেন্দ্রে দুপুর তিনটা পর্যন্ত ৫৭ ভাগ ভোট পড়েছে বলে জানান তিনি।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে বিকেল পাঁচটার দিকে পাংশা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শেখ রেজাউল করিম রিংকুর কাছে জানতে চাইলে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মানুষ নির্বিঘেœ তাদের ভোট দিতে পেরেছে। এতে আমরা খুশী। জয় পরাজয় যাই হোক না কেন তা আমরা আন্তরিকভাবে মেনে নেব।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী মন্ডল বলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা এতে খুশী।