Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১৩২৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় মোহাম্মদ সিফাত নামে এক কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্য় তার মৃত্যু হয়। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পাংশা বিশ^বিদ্যালয় কলেজের ছাত্র সিফাত ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

সিফাতের বন্ধু স্বপন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাংশার চরঝিকড়ি গ্রামে ব্যাডমিন্টন খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কাচারীপাড়া বড় মসজিদ এলাকায় আসার পর দেখতে পান গাছের গুড়ি ফেলে দুর্বৃত্তরা প্রতিবন্ধকতা তৈরি করেছে। এসময় দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে। তিনি প্রাণভয়ে সিফাতকে ফেলে দৌড়ে পালিয়ে যান। কিন্তু সিফাত আর পালাতে পারেনি। দুর্বৃত্তরা সিফাতকে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। তাদের বহনকারী মোটরসাইকেলটিও ভাংচুৃও করে। ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত সিফাতকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি আরও জানান, সিফাতের ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছা ছিল। একারণে ভারতে পড়াশোনার জন্য আবেদনও করেছিল।

সিফাতের চাচা ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র জাকির হোসেন জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, দুর্বৃত্তরা তার ভাতিজাকে নির্মমভাবে হত্যা করেছে। পরিবারের সবাই লাশের সঙ্গে রয়েছে। পাংশায় গিয়ে তারা  মামলা করবেন। তিনি তার ভাতিজা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, এব্যাপারে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তিনি শুনেছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার লাশের সঙ্গে রয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৭:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় মোহাম্মদ সিফাত নামে এক কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্য় তার মৃত্যু হয়। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পাংশা বিশ^বিদ্যালয় কলেজের ছাত্র সিফাত ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

সিফাতের বন্ধু স্বপন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাংশার চরঝিকড়ি গ্রামে ব্যাডমিন্টন খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কাচারীপাড়া বড় মসজিদ এলাকায় আসার পর দেখতে পান গাছের গুড়ি ফেলে দুর্বৃত্তরা প্রতিবন্ধকতা তৈরি করেছে। এসময় দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে ইট ছুড়ে মারে। তিনি প্রাণভয়ে সিফাতকে ফেলে দৌড়ে পালিয়ে যান। কিন্তু সিফাত আর পালাতে পারেনি। দুর্বৃত্তরা সিফাতকে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। তাদের বহনকারী মোটরসাইকেলটিও ভাংচুৃও করে। ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত সিফাতকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি আরও জানান, সিফাতের ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছা ছিল। একারণে ভারতে পড়াশোনার জন্য আবেদনও করেছিল।

সিফাতের চাচা ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র জাকির হোসেন জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, দুর্বৃত্তরা তার ভাতিজাকে নির্মমভাবে হত্যা করেছে। পরিবারের সবাই লাশের সঙ্গে রয়েছে। পাংশায় গিয়ে তারা  মামলা করবেন। তিনি তার ভাতিজা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, এব্যাপারে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তিনি শুনেছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার লাশের সঙ্গে রয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।