Dhaka ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহারে দাবিতে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
  • / ১৪৩৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার রাজবাড়ীতে  মানববন্ধন  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বেলা ১১টায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন জেলা সিপিবির কার্য নির্বাহী  সদস্য ধীরেন্দ্র নাথ দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রিপন, সহ সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

সাদিকুলের বহিস্কার আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কারনে লেজেগোবরে পরিস্থিতি তৈরি করেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ মহাসংকটে। কিন্তু সরকার বিভিন্ন কালাকানুন তৈরি করে ব্যার্থতা ঢাকতে অপচেষ্টা করছে। সরকারের গঠনমূলক সমালোচনা বন্ধ করার জন্য খড়গহস্ত। মতামত প্রকাশকে বন্ধ করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্র ইউনিয়নের নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। অনতিবিলম্বে এই আদেশ বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সাদিকুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি (সাদিকুল) তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে বিভিন্ন বর্ষিয়ান জাতীয় রাজনীতিবিদসহ বুদ্ধিজীবী, রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল, ব্যাঙ্গাতœক, আপত্তিকর, প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবোধ পরিপন্থী বক্তব্য ধারাবাহিক ভাবে উপস্থাপন করে চলেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বহিষ্কারাদেশ প্রত্যাহারে দাবিতে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

জনতার আদালত অনলাইন ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার রাজবাড়ীতে  মানববন্ধন  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বেলা ১১টায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন জেলা সিপিবির কার্য নির্বাহী  সদস্য ধীরেন্দ্র নাথ দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রিপন, সহ সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

সাদিকুলের বহিস্কার আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কারনে লেজেগোবরে পরিস্থিতি তৈরি করেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ মহাসংকটে। কিন্তু সরকার বিভিন্ন কালাকানুন তৈরি করে ব্যার্থতা ঢাকতে অপচেষ্টা করছে। সরকারের গঠনমূলক সমালোচনা বন্ধ করার জন্য খড়গহস্ত। মতামত প্রকাশকে বন্ধ করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্র ইউনিয়নের নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। অনতিবিলম্বে এই আদেশ বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সাদিকুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি (সাদিকুল) তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে বিভিন্ন বর্ষিয়ান জাতীয় রাজনীতিবিদসহ বুদ্ধিজীবী, রাজনৈতিক দল সম্পর্কে অশ্লীল, ব্যাঙ্গাতœক, আপত্তিকর, প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবোধ পরিপন্থী বক্তব্য ধারাবাহিক ভাবে উপস্থাপন করে চলেছেন।