Dhaka ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মদিনা স্টোরসহ ৮ ব্যবসায়ীর জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
  • / ১৪৩৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥ সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকানপাট খুলে জনসমাগম করায় মঙ্গলবার রাজবাড়ী শহরের আট ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে রাজবাড়ীকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লক ডাউন উপেক্ষা করে নিয়ম বহির্ভূত ভাবে দোকান খেলা রেখে লোক সমাগম ঘটানোর দায়ে শহরের মদিনা স্টোর কসমেটিক্স এর মালিককে পাঁচ হাজার টাকা, দিয়া ক্রোকারিজ কে পাঁচ হাজার টাকা এবং চায়ের দোকান সহ অন্যান্য দোকানিকে বিভিন্ন অংকে মোট ১৩ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৩১৩ টাকা কেজির পাইকারি জিরা ৪২০ টাকা বিক্রি করায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শহরের বড় বাজারের মেসার্স সাগর ট্রেডার্সকে ৪০ হাজার, মেসার্স লোকনাথ ভান্ডারকে পাঁচ হাজার ও মেসার্স সুরেন্দ্র নাথ সাহা ভান্ডারকে পাঁচ হাজারসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অভিযানে সহযোগিতা করেছেন সিভিল সার্জন অফিসের স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মদিনা স্টোরসহ ৮ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

জনতার আদালত অনলাইন॥ সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকানপাট খুলে জনসমাগম করায় মঙ্গলবার রাজবাড়ী শহরের আট ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে রাজবাড়ীকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লক ডাউন উপেক্ষা করে নিয়ম বহির্ভূত ভাবে দোকান খেলা রেখে লোক সমাগম ঘটানোর দায়ে শহরের মদিনা স্টোর কসমেটিক্স এর মালিককে পাঁচ হাজার টাকা, দিয়া ক্রোকারিজ কে পাঁচ হাজার টাকা এবং চায়ের দোকান সহ অন্যান্য দোকানিকে বিভিন্ন অংকে মোট ১৩ হাজার সাতশ টাকা জরিমানা করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৩১৩ টাকা কেজির পাইকারি জিরা ৪২০ টাকা বিক্রি করায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। শহরের বড় বাজারের মেসার্স সাগর ট্রেডার্সকে ৪০ হাজার, মেসার্স লোকনাথ ভান্ডারকে পাঁচ হাজার ও মেসার্স সুরেন্দ্র নাথ সাহা ভান্ডারকে পাঁচ হাজারসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, অভিযানে সহযোগিতা করেছেন সিভিল সার্জন অফিসের স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের সদস্যরা। এ অভিযান অব্যাহত থাকবে