রাজবাড়ীতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
- / ১৩৮২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয় চত্ত্বরে আয়োজিত এ হেলথ ক্যাম্প উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার চৌধুরী, মেরি স্টোপস এর ম্যানেজার ইউনুস আলী, এনজিও কর্মী নাহিদা ইসলাম প্রমুখ।
রাজবাড়ী পৌরসভার মোট ১ হাজার ৩০০ নারীকে ল্যাকটেটিং মাদার সহায়তা দেওয়া হয়।
Tag :