Dhaka ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • / ১৩৭৩ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাহেব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠিপাড়া গ্রামের বাসিন্দা সাহেব আলী সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাহেব আলীর পারিবারিক সূত্র জানায়, ঈদুল আযহার দিন মাংস কাটার কাজ করতে ঢাকায় যান সাহেব আলী। ঢাকা থেকে অসুস্থ অবস্থায় রাজবাড়ী আসেন। দুইদিন পর তাকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় গত রোববার রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার রাতে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। যে হাসপাতালে মৃত্যু হবে সেখানে রিপোর্ট হবে। রামকান্তপুরের একজন ফরিদপুরে মারা গিয়েছে বলে শুনেছেন। তিনি রাজবাড়ী থেকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরো সাত জন ভর্তি হয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। বর্তমানে রজবাড়ীতে ৩১ জন রোগী ভর্তি আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাহেব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাঠিপাড়া গ্রামের বাসিন্দা সাহেব আলী সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাহেব আলীর পারিবারিক সূত্র জানায়, ঈদুল আযহার দিন মাংস কাটার কাজ করতে ঢাকায় যান সাহেব আলী। ঢাকা থেকে অসুস্থ অবস্থায় রাজবাড়ী আসেন। দুইদিন পর তাকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় গত রোববার রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার রাতে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। যে হাসপাতালে মৃত্যু হবে সেখানে রিপোর্ট হবে। রামকান্তপুরের একজন ফরিদপুরে মারা গিয়েছে বলে শুনেছেন। তিনি রাজবাড়ী থেকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরো সাত জন ভর্তি হয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। বর্তমানে রজবাড়ীতে ৩১ জন রোগী ভর্তি আছে।