বালিয়াকান্দি সড়ক চলাচলের উপযোগী করতে এগিয়ে এলো বণিক সমিতি
- প্রকাশের সময় : ০৯:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
- / 573
জনতার আদালত অনলাইন ॥ খনাখন্দ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার। পায়ে হেটে চলা দুষ্কর। বাজারের এ সড়কে পায়ে হেটে গেলে মাথায় কাদা ওঠে। এ অবস্থার সৃষ্টি হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সদর বাজারে। এ দুর্ভোগ লাঘবে নব-নির্বাচিত বাজার বণিক সমিতি এগিয়ে এসেছে।
সোমবার বালিয়াকান্দি বাজারের মধ্যে বিভিন্ন সড়কে বড় বড় গর্ত ইটের খোয়া ফেলে ভরাট করেছে। এতে পানি জমবে না ও সড়ক সমান হওয়ায় সহজেই যানবাহন ও মানুষ চলাচল করতে পারবে। নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সকল সদস্যদেরকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী ও পথচারীরা।
বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান বলেন, বালিয়াকান্দি বাজারের সড়ক গুলো দীর্ঘদিন সংস্কার না করার ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে যায়। পায়ে হেটেই চলাচল দুষ্কর হয়ে পড়েছিল। এ কারণে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় আপাতত চলাচল উপযোগী করা হলো।