Dhaka ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বর্ষামঙ্গল ও গুণীজন সম্মাননা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
  • / ১৯৬৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালদ অনলাইন ॥ আবহমান বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে রাজবাড়ীতে শনিবার বর্ষামঙ্গল ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর বেসরকারি উন্নয়ন সংস্থা কেকেএস ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম, প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিকউদ্দিন, কাজী হেদায়েত হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।
আলোচনা শেষে জেলার চার উপজেলার ১২ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন শিক্ষানুরাগী সৈয়দ উদ্দিন মিঞা, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আমিনুল ইসলাম শফি, নাট্যকার ও অভিনেতা বিশ্বনাথ বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আব্দুল মতিন মিয়া, গীতিকার ও সুরকার নুরুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ক্রীড়া সংগঠক অজিত কুমার পালিক, শিক্ষাবিদ বাসন্তী সান্যাল, মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, বাউল শিল্পী অসিম বিশ্বাস এবং ক্রীড়া সংগঠক লিয়াকত আলী।
এর আগে বর্ষামঙ্গল অনুষ্ঠানে দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পীরা বর্ষার গান পরিবেশন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বর্ষামঙ্গল ও গুণীজন সম্মাননা

প্রকাশের সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮

জনতার আদালদ অনলাইন ॥ আবহমান বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে রাজবাড়ীতে শনিবার বর্ষামঙ্গল ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর বেসরকারি উন্নয়ন সংস্থা কেকেএস ও পিকেএসএফ এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম, প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিকউদ্দিন, কাজী হেদায়েত হোসেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন।
আলোচনা শেষে জেলার চার উপজেলার ১২ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন শিক্ষানুরাগী সৈয়দ উদ্দিন মিঞা, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আমিনুল ইসলাম শফি, নাট্যকার ও অভিনেতা বিশ্বনাথ বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আব্দুল মতিন মিয়া, গীতিকার ও সুরকার নুরুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ক্রীড়া সংগঠক অজিত কুমার পালিক, শিক্ষাবিদ বাসন্তী সান্যাল, মুক্তিযোদ্ধা আকামত আলী মন্ডল, বাউল শিল্পী অসিম বিশ্বাস এবং ক্রীড়া সংগঠক লিয়াকত আলী।
এর আগে বর্ষামঙ্গল অনুষ্ঠানে দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পীরা বর্ষার গান পরিবেশন করেন।