Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পথনাটক ‘ফিরে দেখা বায়ান্ন’

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / ১৪৮৪ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ বায়ান্ন’র ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হয়েছিলেন। সে সময়ের নয় বছরের ওহিউল্লাহর কথা অনেকেরই জানা নেই। যে শিশুটি জানতো না ভাষা আন্দোলন কী বা কেন? এটাও বুঝতো না মিছিল করলে কী হয়? দেশ সম্পর্কেও স্পষ্ট ধারণা ছিলনা তার। অথচ এই নিষ্পাপ অবুঝ শিশুটিকে সেদিন জীবন দিতে হয়েছিল। তার মৃতদেহটাও খুঁজে পায়নি পরিবার। পরদিন খবরটা যখন পত্রিকায় ছাপা হয়Ñ তখন তার বাবা মা পাগলের মতো খুঁজতে থাকে তাকে। মূলত এমন একটি বিষয় নিয়েই সোমবার রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে পথনাটক ফিরে দেখা বায়ান্ন।
রাজবাড়ীর সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাটের উদ্যোগে অনুষ্ঠিত এ নাটকটি দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে। ফয়জুল হক কল্লোলের রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন সাজ্জদ, উল্লাস, আসাদ, তৃপ্তি, হাসান, সুরুজ, সেতু, পার্থ ও সৌরভ।
কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রÑছাত্রীরা নাটকটি প্রাণভরে উপভোগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পথনাটক ‘ফিরে দেখা বায়ান্ন’

প্রকাশের সময় : ০৮:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ বায়ান্ন’র ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হয়েছিলেন। সে সময়ের নয় বছরের ওহিউল্লাহর কথা অনেকেরই জানা নেই। যে শিশুটি জানতো না ভাষা আন্দোলন কী বা কেন? এটাও বুঝতো না মিছিল করলে কী হয়? দেশ সম্পর্কেও স্পষ্ট ধারণা ছিলনা তার। অথচ এই নিষ্পাপ অবুঝ শিশুটিকে সেদিন জীবন দিতে হয়েছিল। তার মৃতদেহটাও খুঁজে পায়নি পরিবার। পরদিন খবরটা যখন পত্রিকায় ছাপা হয়Ñ তখন তার বাবা মা পাগলের মতো খুঁজতে থাকে তাকে। মূলত এমন একটি বিষয় নিয়েই সোমবার রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে পথনাটক ফিরে দেখা বায়ান্ন।
রাজবাড়ীর সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাটের উদ্যোগে অনুষ্ঠিত এ নাটকটি দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে। ফয়জুল হক কল্লোলের রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন সাজ্জদ, উল্লাস, আসাদ, তৃপ্তি, হাসান, সুরুজ, সেতু, পার্থ ও সৌরভ।
কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রÑছাত্রীরা নাটকটি প্রাণভরে উপভোগ করেন।