হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ড. বার্ক এলিজাবেথ ও ড. গ্রেমিট্স এর সাথে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
- / ১২৫৯ জন সংবাদটি পড়েছেন
জাতীয় সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ড. বার্ক এলিজাবেথ ও ড. গ্রেমিট্স ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় দেশের বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা. বদরুল আলম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা.আফজাল হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে ডেপুটি স্পিকার বর্তমান সরকারের চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, চিকিৎসা সেবা জনগণের দোরগড়ায় পৌছে দিতে সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। এমডিজি অর্জনেও স্বাস্থ্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চিকিৎসাক্ষেত্রে উৎকর্ষ সাধন করতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিমিয়ের উপর গুরুত্বারোপ করেন যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকদ্বয়। সাক্ষাতশেষে সংসদ ভবন ঘুরে দেখেন যুক্তরাষ্ট্রের এই হৃদরোগ বিশেষজ্ঞগণ।
Tag :