অস্থির ফ্রান্সে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

- প্রকাশের সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 30
রাজনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল ফ্রান্সে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দেবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা স্থিতিশীলতা চান। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বাজেট গৃহীত হওয়ার কথা থাকায় রাজনৈতিক স্থিতিশীলতা এখন জরুরি। তাই প্রেসিডেন্ট একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর হবে।
গত ৬ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এই রাজনীতিক বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পর তিনি পদত্যাগ করবেন।
সম্প্রতি বাজেট কাটছাঁটের সিদ্ধান্তে ফ্রান্সজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার কল্যাণমূলক ও জনস্বার্থ খাত থেকে প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার কমানোর সিদ্ধান্ত নেয়, যা নিয়ে জনগণ ও বিরোধী দল তীব্র প্রতিবাদ জানায়।
এর আগে বাজেট ইস্যুতেই আস্থাভোটে হেরে গিয়ে ৮ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ফাঙ্কোইস বায়রো। তার পরদিনই লেকোর্নোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ম্যাক্রোঁ। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র ২৭ দিন পরই বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে তিনিও পদত্যাগের ঘোষণা দেন।
লেকোর্নো মঙ্গলবার ফ্রান্সের ফান্স ২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তবে এখনই উত্তরণের সুযোগ আছে। আমি প্রেসিডেন্টকে যত দ্রুত সম্ভব নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।”
তার এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা আসে এলিসি প্রাসাদ থেকে।
সূত্র : রয়টার্স





















