চলছে নিয়মিত বাজার তদারকি

- প্রকাশের সময় : ০৭:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 29
রাজবাড়ী জেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকি চলছে। গত মঙ্গলবার রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী সদরের রেলগেট সংলগ্ন ফলবাজার এবং রেল স্টেশন সংলগ্ন ইফতারের দোকান ও হোটেলসমূহে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ফল দোকানসমূহে ক্রয়মূল্যের ভাউচার পরীক্ষা করা হয় এবং বিক্রয়মূল্যের সাথে পার্থক্য নিরূপণ করা হয়। ইফতারের দোকানসমূহে ব্যবহৃত তেলের মান পরিমাপক যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়। বিক্রেতাদের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ ন্যায্য ও যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করার পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠানসমূহের মালিকদের বাসি ও পোড়া তেলে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার এবং পুরাতন পঁচা-বাসী খাবার বিনষ্ট করার পরামর্শ দেয়া হয়। উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। এসময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: আসিফুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক সহযোগিতা করেন।