কসবামজাইলে বিএনপির ইফতার মাহফিল

- প্রকাশের সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 30
পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এসময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে যেকোন ষড়যন্ত্র। দৃঢ় ঐক্যের মধ্য দিয়ে বর্তমান অন্তবর্তি সরকার একটা সুস্থ ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিবে। জনগণ যাদের চায় তারাই ক্ষমতায় আসবে।
কসবামাজাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদুল আলম জন মাস্টারের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরিফ-উল ইসলাম মিষ্টি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী খান।
উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন সরদার, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম হুমায়ুন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম জীবন, পৌর ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য নুরুল ইসলাম, পাংশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাজু আহমেদ, কসবামাজাইল ইউনিয়ন যুবদলের সভাপতি হিরন হোসেন, ছাত্রদল নেতা শিহাবুল ইসলাম সৌরভ প্রমুখ।