Dhaka ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মুসল্লিতে পরিপূর্ণ তুরাগ তীর, ইজ‌তেমার আনুষ্ঠানিকতা শুরু সন্ধ্যায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 59

গাজীপু‌রের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব আম বয়ানের মধ্য দিয়ে শুরা‌য়ে নেজামের (যোবা‌য়ের অনুসা‌রী) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হ‌তে যা‌চ্ছে। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

তাবলীগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজামের মি‌ডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। ইজতেমায় অংশ নিতে বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার দুপুর না গড়াতেই ভরে যায় ময়দান। এরপরও আসতে থাকেন মুসল্লিরা।

তাবলীগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজাম এর মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান জানান, আর‌বি মাস অনুযায়ী সুর্যা‌স্তের পর থে‌কে দিন শুরু হয়। এজন্য আমরা আজ বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব থে‌কে ইজ‌তেমার আনুষ্ঠানিকতা শুরু কর‌তে যা‌চ্ছি।

তিনি জানান, শুক্রবার ফজর নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন- মাওলানা জুবায়ের।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুসল্লিতে পরিপূর্ণ তুরাগ তীর, ইজ‌তেমার আনুষ্ঠানিকতা শুরু সন্ধ্যায়

প্রকাশের সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

গাজীপু‌রের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব আম বয়ানের মধ্য দিয়ে শুরা‌য়ে নেজামের (যোবা‌য়ের অনুসা‌রী) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হ‌তে যা‌চ্ছে। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

তাবলীগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজামের মি‌ডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। ইজতেমায় অংশ নিতে বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার দুপুর না গড়াতেই ভরে যায় ময়দান। এরপরও আসতে থাকেন মুসল্লিরা।

তাবলীগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজাম এর মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান জানান, আর‌বি মাস অনুযায়ী সুর্যা‌স্তের পর থে‌কে দিন শুরু হয়। এজন্য আমরা আজ বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব থে‌কে ইজ‌তেমার আনুষ্ঠানিকতা শুরু কর‌তে যা‌চ্ছি।

তিনি জানান, শুক্রবার ফজর নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন- মাওলানা জুবায়ের।