একসাথে বিষপান, মা বেঁচে গেলেও দুই শিশুর মৃত্যু!
![](https://jonotaradalot.com/wp-content/themes/template-pro/assets/images/reporter.jpg)
- প্রকাশের সময় : ০৯:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / 43
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুই শিশুসন্তানসহ বিষপান করেন রত্না বেগম (২৮) নামের এক গৃহবধূ। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুই সন্তানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে সংকটাপন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুর নাম আরিয়ান (৫) ও ছয় মাস বয়সী মাহির আবরার। তারা কালিকাপুর গ্রামের শেখ মাহমুদুল হাসানের ছেলে। দুই শিশুর মা রত্নাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হত। একপর্যায়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে অভিমান করে স্ত্রী রত্না খাতুন দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে। জানাজানি হলে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাকির হোসেন দুই পুত্রকে মৃত ঘোষণা করেন। তবে মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।