Dhaka ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে উদীচীর নবনির্বাচিত কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 168

 বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ‘সত্যেন রণেশের আঁকা পদচিহ্নে, লাল খামে আমাদের ঠিকানা অভিন্ন’ প্রতিপাদ্য সামনে রেখে শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আজিজুল হাসান খোকা।

বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু করা হয়। এরপর পরিবেশন করা হয় সংগঠন সংগীত। শুরুতে সংগঠনের জেলা কমিটির সহসভাপতি ফকীর শাহাদাত হোসেনের সদ্য প্রয়াত মায়ের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উদীচী নিয়ে স্মৃতিচারণ ও নিজের অনুভূতি তুলে ধরেন প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, জেলা শিল্পকলা একাডেমী একাডেমীর কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, বাংলাদেশ জাসদের সভাপতি স্বপন কুমার  দাস, রাজবাড়ী লেখক-পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, মুক্ত আনন্দেও পরিচালক নাট্যকার অজয় দাস তালুকদার, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন। এসময় উদীচী ও জেলায় ক্রিয়াশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগীত পরিবেশন করেন উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, সংগীত বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, উদীচীর দপ্তর সম্পাদক সুমা কর্মকার, মলীনা পারভীন, কানিজ ফাতেমা ও আবদুল আওয়াল প্রমূখ। কবিতা আবৃত্তি করেন উৎসব চক্রবর্তী ও জারা। দ্বাদশ সম্মেলনে নির্বাচিত কমিটির সদস্যদের পরিচয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে উদীচীর নবনির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশের সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ‘সত্যেন রণেশের আঁকা পদচিহ্নে, লাল খামে আমাদের ঠিকানা অভিন্ন’ প্রতিপাদ্য সামনে রেখে শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আজিজুল হাসান খোকা।

বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু করা হয়। এরপর পরিবেশন করা হয় সংগঠন সংগীত। শুরুতে সংগঠনের জেলা কমিটির সহসভাপতি ফকীর শাহাদাত হোসেনের সদ্য প্রয়াত মায়ের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উদীচী নিয়ে স্মৃতিচারণ ও নিজের অনুভূতি তুলে ধরেন প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, জেলা শিল্পকলা একাডেমী একাডেমীর কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, বাংলাদেশ জাসদের সভাপতি স্বপন কুমার  দাস, রাজবাড়ী লেখক-পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, মুক্ত আনন্দেও পরিচালক নাট্যকার অজয় দাস তালুকদার, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন। এসময় উদীচী ও জেলায় ক্রিয়াশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগীত পরিবেশন করেন উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, সংগীত বিষয়ক সম্পাদক মো. আবদুল জব্বার, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, উদীচীর দপ্তর সম্পাদক সুমা কর্মকার, মলীনা পারভীন, কানিজ ফাতেমা ও আবদুল আওয়াল প্রমূখ। কবিতা আবৃত্তি করেন উৎসব চক্রবর্তী ও জারা। দ্বাদশ সম্মেলনে নির্বাচিত কমিটির সদস্যদের পরিচয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।