Dhaka ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
আইনজীবীদের নির্বাচনে ফ্যাসিবাদের কোনো বিষয় নেই-প্রধান নির্বাচন কমিশনার

রাজবাড়ী বার এর নির্বাচন থেকে আওয়ামীপন্থী আইনজীবীদের সরে দাঁড়াতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 51

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচন থেকে আওয়ামীপন্থী আইনজীবীদের সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বুধবার রাজবাড়ী আদালত চত্ত¡রে গিয়ে তারা এ বিক্ষোভ করে। এসময় নির্বাচন বাতিল না করলে বার এসোসিয়েশন বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন সূত্র জানায়, নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছে। সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে বাচ্চু-হাকিম-রাজ্জাক প্যানেলে বিএনপিপন্থী ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদের প্রার্থীরা রয়েছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আনিছ-সাত্তার-রোকন প্যানলে আওয়ামীপন্থী ও সাধারণ আইনজীবী পরিষদের প্রার্থীরা রয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যড. অশোক কুমার সাহা।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আওয়ামীপন্থী প্রার্থীদের নির্বাচন থেকে বহিষ্কার ও নির্বাচন বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেয়। নির্বাচন বাতিল করা না হলে বৃহস্পতিবার বার এসোসিয়েশন বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তারা।

জানতে চাইলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী আনিছুর রহমান জানান, রাজবাড়ীতে বরাবরই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে থাকে। এখানে আইনজীবীদের মধ্যে কোনো বিভেদ বা সমস্যা নেই। তিনি আশা করেন নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ও রাজবাড়ী আদালতের পিপি মো. আব্দর রাজ্জাক বলেন, নির্বাচন বাতিল করার কোন এখতিয়ার আমার নেই। নির্বাচন কমিশনার রয়েছেন তিনজন। তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যডভোকেট অশোক কুমার সাহা বলেন, আন্দোলনকারীরা বলছে কোনো ফ্যাসিবাদ যেন নির্বাচন না করে। আমাদের আইনজীবীদের নির্বাচনে ফ্যাসিবাদের কোনো বিষয় নেই। আইনজীবীরা দুটি প্যানেল করে নির্বাচন করছে। আমাদের নির্বাচন যথারীতি হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা য়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইনজীবীদের নির্বাচনে ফ্যাসিবাদের কোনো বিষয় নেই-প্রধান নির্বাচন কমিশনার

রাজবাড়ী বার এর নির্বাচন থেকে আওয়ামীপন্থী আইনজীবীদের সরে দাঁড়াতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচন থেকে আওয়ামীপন্থী আইনজীবীদের সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বুধবার রাজবাড়ী আদালত চত্ত¡রে গিয়ে তারা এ বিক্ষোভ করে। এসময় নির্বাচন বাতিল না করলে বার এসোসিয়েশন বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন সূত্র জানায়, নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছে। সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে বাচ্চু-হাকিম-রাজ্জাক প্যানেলে বিএনপিপন্থী ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদের প্রার্থীরা রয়েছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আনিছ-সাত্তার-রোকন প্যানলে আওয়ামীপন্থী ও সাধারণ আইনজীবী পরিষদের প্রার্থীরা রয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যড. অশোক কুমার সাহা।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আওয়ামীপন্থী প্রার্থীদের নির্বাচন থেকে বহিষ্কার ও নির্বাচন বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেয়। নির্বাচন বাতিল করা না হলে বৃহস্পতিবার বার এসোসিয়েশন বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তারা।

জানতে চাইলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী আনিছুর রহমান জানান, রাজবাড়ীতে বরাবরই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে থাকে। এখানে আইনজীবীদের মধ্যে কোনো বিভেদ বা সমস্যা নেই। তিনি আশা করেন নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ও রাজবাড়ী আদালতের পিপি মো. আব্দর রাজ্জাক বলেন, নির্বাচন বাতিল করার কোন এখতিয়ার আমার নেই। নির্বাচন কমিশনার রয়েছেন তিনজন। তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যডভোকেট অশোক কুমার সাহা বলেন, আন্দোলনকারীরা বলছে কোনো ফ্যাসিবাদ যেন নির্বাচন না করে। আমাদের আইনজীবীদের নির্বাচনে ফ্যাসিবাদের কোনো বিষয় নেই। আইনজীবীরা দুটি প্যানেল করে নির্বাচন করছে। আমাদের নির্বাচন যথারীতি হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা য়েছে।