মাদকদ্রব্য বন্ধ করে যুব সমাজকে বাঁচান
- প্রকাশের সময় : ০১:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 51
বহুকাল আগ থেকে আমাদের দেশের মাদকদ্রব্যের ব্যাপক ব্যবহার রয়েছে, যা বর্তমানে আমাদের দেশে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে মহামারি আকার ধারণ করেছে। মাদকাসক্তি – যাকে বলা হয় সকল সন্ত্রাস ও অপরাধের জনক। একজন মানুষ যখন অন্ধকারের ভুবনে পা বাড়ায় তখন সে প্রথম সিঁড়ির যে ধাপটিতে পা রাখে তাহলো মাদকদ্রব্য। এই মাদকদ্রব্য তাকে ধাপে ধাপে টেনে নেয়, উৎসাহিত করে পরবর্তী ধাপগুলো পেরিয়ে যেতে। মাদকদ্রব্যের ব্যবহারটা মূলত আগেকার সময় ছিল বিশ্বের উন্নত দেশসমূহে। অনুন্নত দেশগুলোতেও মাদকের প্রচলন ছিল তবে তুলনামূলক কম। তবে বর্তমানের কালের বিবর্তনে মাদক এখন আর কোন নির্দিষ্ট দেশে গণ্ডিবদ্ধ নয়, এখন সারাবিশ্বেই ছড়িয়ে পড়ছে মাদক। এখন বিশ্বের উন্নত দেশগুলো অত্যাধুনিক মাদকদ্রব্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে সরবরাহ করে থাকে। তাদের সরবরাহকৃত মাদকদ্রব্য অহরহ হাতের নাগালে পাওয়ায় এখন বিশ্বের প্রতিটি দেশ মাদকের হাটবাজার হয়ে গেছে। তার থেকে বাদ যায়নি আমাদের বাংলাদেশও। বাংলাদেশের মাদক ব্যবসায় ও প্রাপ্তির সহজলভ্যতা বেশি এবং বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তরুণ সমাজ এদিকে ঝুঁকেছেও বেশি, ঠিক যেমনটি প্রত্যাশা মাদক ব্যবসায়ীদের। বাংলাদেশে রয়েছে ১ কোটিরও মাদকাসক্ত। একটি সময় ছিল যখন সমাজের বিত্তশালী পরিবারের ছেলেমেয়েদের মধ্যে এর আসক্তি ছিল, কিন্তু বর্তমানে তা ছড়িয়ে গেছে সর্বত্র। মাদকের নেশা এখন আলো ঝলমল নগরীর প্রাণকেন্দ্র থেকে শুরু করে অন্ধকার গ্রামেও এর অবাধ বিচরণ
সারা বিশ্বব্যাপী মাদকাসক্তি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও মাদকাসক্তি পরিস্থিতি যথেষ্ট উদ্বেজনক। বর্তমানে সামাজিক অবক্ষয় ও ছোট-বড় প্রায় সব অপরাধের পেছনে অন্যতম প্রধান অনুঘটকের কাজ করছে মাদকাসক্তি। বর্তমান বাংলাদেশের বড় অংশের জনগোষ্ঠী কিশোর-তরুণ। বাংলাদেশে মাদকসেবি মানুষের বয়স ২৪ বা এর নিচে। তারা বয়সে তরুণ। দেশে কর্মক্ষম জনসংখ্যা ১০ কোটি ৫৬ লাখ। মোট জনসংখ্যার ৬৬ শতাংশ কর্মক্ষম। তাই তরুণ জনগোষ্ঠীকে মাদকদ্রব্য ব্যবহার থেকে বিরত রাখা অত্যন্ত জরুরি।দেশে প্রায় ৭৫ লাখের বেশি মানুষ মাদকাসক্ত রয়েছে। মাদকাসক্তের মধ্যে প্রায় ৯০ শতাংশ তরুণ-কিশোর (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর)। গবেষণায় দেখা গেছে, মাদকাসক্তদের মধ্যে ৯৮ শতাংশ ধূমপায়ী এবং তাদের মধ্যে শতকরা ৬০ ভাগ বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সমীক্ষায় দেখা গেছে, যারা মাদক দ্রব্য সেবন করে তারা প্রথমে ধূমপানে অভ্যস্ত হয়, তারপর মাদকদ্রব্য সেবন শুরু করে থাকে। পরবর্তীকালে তারা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, সিসা, হেরোইন, কোকেনসহ বিভিন্ন মরণনেশায় আসক্ত হয়।
পৃথিবীর সূচনালগ্ন থেকে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন নামে মাদকদ্রব্যের সাথে পরিচিত হয়ে তা বিভিন্নভাবে গ্রহণ করে আসছে। কখনও সামাজিক রীতি অনুযায়ী, কখনও ধর্মীয় অনুষ্ঠানে, অনেক সময় আনন্দ-ফূর্তিতে, কখনও বা ক্লাবে-হোটেলে। আর বর্তমানে এর বিস্তার ঘটেছে প্রকাশ্যে। যা পানির স্রোতের বেগে সমাজের সর্বশ্রেণীর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। বর্তমানে আমাদের সমাজে যে সকল মাদকদ্রব্য বেশী চলছে তা হ’ল-বিড়ি-সিগারেট, হেরোইন, ফেনসিডিল, গাজা, আফিম, ইয়াবা, প্যাথেড্রিন, মদ, হুইস্কি, তাড়ি, তামাকজাত দ্রব্য সহ আরো নিত্য নতুন কিছু মাদকদ্রব্য যা কিনা বিদেশ থেকে চোরাইপথে বাংলাদেশে আসে। এছাড়া অন্যান্য মাদকদ্রব্যগুলোর মধ্যে আছে- কোকেন, ক্যাফেইন, হাশিশ, মরফিন প্রভৃতি। মাদকাসক্তি হচ্ছে অভ্যাসগত চেতনা উদ্রেককারী দ্রব্যের ব্যবহার। যা মানসিক ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত করে এবং সামাজিক ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। ১৯৮৯ সালে প্রণীত বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকাসক্ত বলতে, শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা অভ্যাস বশে মাদকদ্রব্য ব্যবহারকারীকে বুঝানো হয়েছে।
বিশ্বব্যাপী মাদকের ভয়াবহতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা কল্পনাতীত। আর এ কারণে পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। আমাদের যুব সমাজ ধ্বংস লিলার গভীর জ্বলে নিপাতিত হচ্ছে, আমরা হারিয়ে ফেলছি সুস্থ্য ও মানবিক আগামী প্রজন্ম। আমরা জাতিগত ভাবে হারিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলছি আমরা আমাদের ঐতিহ্য। আমার বড্ড ভয় হয় আমরা আমাদের এই স্বাধীন রাষ্টকে ভবিষ্যতে কোন প্রজন্মের হাতে তুলে দিতে যাচ্ছি। যার হাতে তুলে দিতে চাচ্ছি তারা মাদকসেবী নয়তো? মাদকের ভয়াবহ প্রতিক্রিয়া সম্পর্কে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্লাডস্টোন মন্তব্য করেছেন, ‘যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ এ তিনটির প্রভাবে যত ক্ষতি হয় তা একত্রে যোগ করলেও মাদকে যে ক্ষতি হয় তা অনেক ভয়ংকর’।সরকারী মাদক অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট মাদকাসক্তের ৯০ শতাংশই কিশোর, যুবক ও ছাত্র-ছাত্রী। যাদের ৫৮ ভাগ ধূমপায়ী এবং ৪৪ ভাগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। মাদকাসক্তদের গড় বয়স এখন ১৩ বছরে এসে ঠেকেছে। আসক্তদের ৫০ শতাংশের বয়স ২৬ থেকে ৩৭ বছরের মধ্যে। সেই সাথে বিস্ময়কর তথ্য হলো যে, দেশের মোট মাদকসেবীর মধ্যে অর্ধেকই উচ্চশিক্ষিত। দিন-মজুর, রাজমিস্ত্রী, রড মিস্ত্রী, বাস-ট্রাক, বেবী ট্যাক্সী ও রিক্সা চালকদের মধ্যেও বহু মাদকাসক্ত রয়েছে। আর এটা জানা কথা যে, মাদকাসক্তি ও সন্ত্রাস অঙ্গাঙ্গীভাবে জড়িত।
আমাদের দেশে ৩৫০টি (কম বেশি হতে পারে) বৈধ গাঁজার দোকান আছে। সরকার অনুমোদিত একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি।বৈধ লাইসেন্স ছাড়াই দেশের বিভিন্ন জায়গায় দেশীয় মদ প্রচুর পরিমাণে উৎপাদন ও বিক্রি হয়। আজকাল মাদকদ্রব্য বিভিন্নভাবে সেবন বা গ্রহণ করা হয়।এক ধরণের মাদক আছে যা নাকে টানা হয়। আবার কোনো দ্রব্য ধোয়ার সাথে পান করা হয়। আবার কোনটি ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। বর্তমানে আমাদের দেশের নেশাগ্রস্ত দিকভ্রান্ত তরুণ সমাজ। একজন তরুণের স্বপ্নভরা কৈশোরের ইতিবাচক বিশ্বাসগুলো ভাঙছে দিন-রাত তার পাশে অরাজকতা বৈষম্য-শোষন। বর্তমানে তরুণরা আস্থা হারাচ্ছে জীবনে, প্রচলিত সমাজ ব্যবস্থায় বিশ্বাস থাকছে না, আর্থিক কাঠামো এমনকি ধর্মীয় বিশ্বাসেরও শ্রদ্ধা নেই। ব্যবসায়িক স্বার্থে হেরোইন আসছে নানা পথে নানা মাধ্যমে ব্যবহার করছে স্বপ্নভাঙা মেরুদন্ডহীন যুবক সমাজ। মধ্যবিত্ত ও সচেতন সমাজই নেশার শিকার, এদের স্বপ্ন ও প্রাপ্তির মধ্যে আসমান জমিন তফাত, যার পরিণতি সুনির্মল, উর্বর মেধার অপমৃত্যু, উজ্জ্বল পরমায়ুর অবক্ষয়। বিশ্বজুড়ে যে মাদকবিষ ছড়িয়ে পড়েছে তার থাবা থেকে মানুষকে বাঁচাতে হবে।
সমাজসেবীরা উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করেছেন। দেশে দেশে নানা সংস্থা ও সংগঠণ মাদকবিরোধী আন্দোলন শুরু হয়েছে। বেতার, টিভি, সংবাদপত্র ইত্যাদি গণমাধ্যম মাদকবিরোধী জনমত গঠণে সক্রিয় হয়েছে, কিন্তু এর প্রভাবে আমরা মাদক কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছে? এই চরম সংকট থেকে আমাদের বাচতে হলে, মাদকদ্রব্যের প্রচার ও প্রসার রোধে সমাজের নেতারা নিজ নিজ স্থান থেকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নেতা বা সর্দার যদি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, তবে সে এলাকায় মাদকের অবাধ ব্যবহার প্রায় বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন ও প্রয়োগকারী সংস্থা তথা সরকারের। কেননা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ প্রবণতা দমন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের প্রধান দ্বায়িত্ব। শক্ত হাতে মাদকাসক্তির মতো অন্যতম অপরাধ দমন করতে সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে মাদকাসক্তির ভয়াবহ পরিণাম থেকে বর্তমান সময় ও মানুষকে বাঁচাতে হলে এই ভয়াল ব্যাধির বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। বেকারত্বের অভিশাপ মানুষকে মাদকাসক্ত করে, তরুণদের কর্মসংস্থান করলে তারা কর্মময় জীবনযাপন করবে। সবচেয়ে বড় কথা, মাদকাসক্তদের যেমন নিরাময়ের জন্য চিকিৎসা জরুরি তার চেয়ে অনেক বেশি জরুরি মাদকব্যবসায়ীদের আইনানুকভাবে শাস্তি দেওয়া। এছাড়াও ধর্মীয় মূল্যবোধ সর্ম্পকে আমাদের ছোট ছোট শিশু কিশোরদের সহ স্কুল-কলেজে শিক্ষা প্রদান করা উচিত।পরিশেষে মাদকের ব্যবহার এখন জাতীয় সমস্যারূপেই বিবেচিত হচ্ছে। মুনাফালোভী ব্যবসায়ী, ক্ষমতালোভী, রাজনীতিবিদ, দুর্নীতিবাজ, প্রশাসনিক কর্মকর্তা এরা প্রত্যেকেই এই ভয়াবহ অবস্থার জন দায়ী। সবাই মিলে সংগঠিতভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সুতরাং, আমাদের আগামী প্রজন্মকে রক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণে সবাইকে সক্রিয় হতে হবে। শিশু-কিশোর-তরুণেরা, যারা আগামী দিনের ভবিষ্যত তারা মাদকের মাধ্যমে নেশার জগতে প্রবেশ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াক এটা কারো কাম্য হতে পারে না। মাদক বন্ধ করার প্রথম ও প্রধান কাজ হল অভিভাবকদের সচেতন হওয়া। যে সমস্ত অভিভাবকদের ছেলেমেয়েরা মাদক মাদকের সাথে জড়িত সেই সমস্ত অভিভাবকদের উচিত তাদের ছেলেমেয়েদের সব সময় খোঁজ খবর নেওয়া,তারা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, আপনাদের আচার-আচরণ সম্পর্কে অভিভাবকদের খেয়াল রাখা।প্রতিটি পরিবারের অভিভাবক সচেতন হলে মাদক নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। অপরদিকে কর্মক্ষম ছেলে মেয়েদের জন্য যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারে একান্ত দায়িত্ব ও কর্তব্য। যে সমস্ত ছেলেমেয়েরা লং টাইম কর্ম করতে পারবে তাদের মধ্যে মাদকদ্রব্য ব্যবহারটা অনেকটা কমে যাবে।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট
(মত-দ্বিমত এ প্রকাশিত কলাম লেখকের নিজস্ব মতামত। এর জন্য জনতার আদালত কোনোভাবেই দায়বদ্ধ নয়।)